বিশ্বজিত দাস খুন হওয়ার - TopicsExpress



          

বিশ্বজিত দাস খুন হওয়ার পর সবচেয়ে বেশি মায়াকান্না কেঁদেছিল বিএনপি। কিছুদিন আগে সাতক্ষীরায় বিএনপির কর্মী সভায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে খুন হন বিএনপি নেতা আমান। বি এন পি এখন এখন বিচার চাওয়া দূরে থাক এমন ভান করছে যেন কিছুই হয়নি। অবশ্য অবাক হওয়ার কিছু নেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান খুনেরও কোনওকালেই বিচার চায়নি বিএনপি। সেই হিসাবে আমান তো কিছুই না। বিচারের কিসের দরকার? খুনি-নিহত সবইতো নিজেরা নিজেরা। বাইরের কিছু হইলে বিচার চাওয়া যায়। নিজেরা নিজেরা আবার কিসের বিচার? Kaustav Debnath Apu
Posted on: Tue, 10 Sep 2013 06:04:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015