বিশ্ববিদ্যালয় ভর্তি - TopicsExpress



          

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি: আর ক’দিন পরই শুরু হবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক আলোচনা করা হলো: তোমরা যারা এই মেধাযুদ্ধ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য নিচে একটি দিকনির্দেশনা দেয়া হলো:- ইংরেজি:খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেননা, ইংরেজির নাম্বারের উপর নির্ভর করে ভালো সাবজেক্ট পাওয়া। প্রশ্ন থাকে ২৫টি, নাম্বার ৩০। HSC-এর ইংরেজি প্রথমপত্র থেকে ৮-১০টি প্রশ্ন আসে। কবিতাগুলো যেমন-Ozymandias, under the greenwood tree, To daffodils, I wandered lonely As a cloud এবং গল্প বা Passage যেমন-Jerry, English in literature, The improtance of Money in life, Under the banyan tree এগুলো ভালো করে পড়তে হবে। Grammar-এর জন্য TOEFL বা Raymond Murphy পড়তে হবে। তাছাড়া Group verb, preposition, phrase and idioms, Correct spelling এই বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে। Model test-এর জন্য “English Extra power” বইটি বেশ কাজে আসবে। বাংলা : বাংলায় ৩০ নাম্বারের মধ্যে ভালো মার্কস পেতে হলে নবম-দশম শ্রেণীর ব্যাকরণ বইটি অবশ্যই ভালোভাবে পড়তে হবে। সমাস, কারক, সন্ধি, যতি বা ছেদ চিহ্নের ব্যবহার, পরিভাষা, সমার্থক বা বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ, ধ্বনির পরিবর্তন, ণত্ব বিধান, ষত্ব বিধান— এই বিষয়গুলো এবং HSC-এর বাংলা প্রথমপত্রের গল্প ও কবিতাগুলো গুরুত্বসহকারে পড়তে হবে। সাধারণ জ্ঞান: ভর্তি পরীক্ষায় মার্কস পাওয়ার সহজ উপায় হলো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে নাম্বার থাকে ৬০। তাতে প্রায় প্রতি বছরই ২০-২৫টি প্রশ্ন আসে সাম্প্রতিক বিষয় থেকে। এজন্য নিয়মিত পত্রিকা ও মাসিক Current affairs বা Current world পড়তে হবে এবং Note করে রাখতে হবে। অর্থনীতি, ইতিহাস, পৌরনীতি এই মৌলিক বিষয়গুলো থেকে ৮-১০টি প্রশ্ন আসে। রাজধানীর নাম, মুদ্রা, পার্লামেন্ট, ঢা.বি সম্পর্কিত তথ্য, বিভিন্ন পুরস্কার, খেলাধুলা এই বিষয়গুলো ভালোভাবে দেখতে হবে। সাধারণ জ্ঞানের সামগ্রিক প্রস্তুতির জন্য “আজকের বিশ্ব” বইটি সহায়ক হবে।প্রয়োজনীয়ই মনে হলে share করে সবাইকে জানিয়ে দিন
Posted on: Wed, 02 Oct 2013 10:03:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015