বিশ্বসেরার তালিকায় - TopicsExpress



          

বিশ্বসেরার তালিকায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিকভাবে বিশ্বসেরার তালিকায় স্থান করে নিয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। ১৯৭১ সালে তৎকালীন রেসকোর্স ময়দানে (এখন সোহরাওয়ার্দী উদ্যান) ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বলার মধ্য দিয়েই কার্যত স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার সংগ্রামের প্রেরণাদায়ী ওই ভাষণ এখনো আলোচিত, এনিয়ে লেখা হয়েছে কবিতাও। বঙ্গবন্ধুর ওই ভাষণকে বিশ্বসেরা অন্যতম ভাষণ বলে অনেকে মনে করেন। এবার বিশ্বসেরা ভাষণ নিয়ে যুক্তরাজ্যের একটি প্রকাশনায় তা স্থান পেয়েছে। বিস্তারিতঃ bit.ly/1thvQ9t Historical Speech of 7th March Has Been Listed As One Of The Best Bangabandhu Sheikh Mujibur Rahman’s historic Mar 7, 1971 speech that effectively declared Bangladesh’s independence has been selected as one of the most rousing and inspirational wartime speeches in the last 2,500 years. The speech delivered at the Race Course Maidan (currently Suhrawardy Udyan) encouraged the Bengalis to start their nine-month long bloody struggle for freedom. ‘Ebarer Sangram Amader Muktir Sangram, Ebarer Sangram Swadhinatar Sangram’ (This time the struggle is for our freedom), is what the architect of the nation’s independence famously pronounced. Detailed News: bit.ly/1rjOeB9 @ Bangladesh Awami League
Posted on: Wed, 20 Aug 2014 05:16:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015