“বৈষম্য” আমাদের ধমনী, - TopicsExpress



          

“বৈষম্য” আমাদের ধমনী, শিরায়-উপশিরায়, মস্তিষ্কের প্রতিটা কোষে ঢুকে যাওয়া একটি শব্দ। শ্রেণীবৈষম্য, লিঙ্গবৈষম্য, ধর্মবৈষম্য, বর্ণবৈষম্য কোথায় নেই এই বৈষম্য!? কেউ কেউ সচেতন ভাবেই এই বৈষম্যকারীর দলে আছে আবার কেউবা নিজের অজান্তেই নিজেকে এই দলে অন্তর্ভুক্ত করে ফেলছে। কি লাভ দেশের রাজনৈতিক অস্থিরতা দূর করে যদি না সমাজের মানুষগুলোর ভিতরের এই বৈষম্য দূর করা যায়!? আমার মতো আশাবাদী মানুষও মাঝে মাঝে হতাশ হয়ে যাই, আসলেই কি কোনো দিন আমরা পারবো সবাই মিলেমিশে একত্রে শান্তিতে বসবাস করতে? তাও আমি স্বপ্ন দেখি- একজন রিক্সাওয়ালা হয়তো কোনো একটি কাউন্টারে বসে অপেক্ষা করছে, একজন স্যুটকোট পড়া মানুষ এসে বিনা দ্বিধায় তার পাশের সিটটাতে বসে যাবে। ভীরের মধ্যে একটি মেয়ে যখন বাসে উঠতে যাবে তখন তাকে মহিলা সীট নাই এই কথা বলে বাসে উঠতে মানা করা হবে না বরং তাকেও আর সবার মতো করে বাসে উঠানো হবে আর বাসের মানুষগুলো তাকে দেখে একজন মেয়ে নয় বরং একজন মানুষের দৃষ্টিতে তাকাবে। মুসলমান দেশ দেখে প্রতিটা ব্যাপারে শুধু মুসলমানদেরকেই বেশী প্রাধান্য দেয়া হবে তা নয় বরং প্রতিটা ক্ষেত্রে সবার পরিচয় হবে একটাই, আর তা হল “বাঙ্গালি” রাস্তার কোনো একটি জুটি যেখানে মেয়েটি হয়তো খুব ফর্সা আর সুন্দর কিন্তু ছেলেটির গায়ের রং কালো (কিংবা উল্টোটা) দেখে প্রথম কমেন্টটা যেন এটা না হয় যে- মেয়েটার সাথে ছেলেটা একটুও যাইতেছে না, পুরা খ্যাঁত লাগতেছে। মেয়েটার রুচি খুবই বাজে (কিংবা উল্টোটা)। বরং কথাটি যেন হয়- বাহ, দুইজন দুইরকম মানুষ কিন্তু তবুও কি অসাধারণ লাগতেছে দুইজনকে একসাথে। কত সুন্দর লাগতেছে জুটিটাকে দেখতে!! আমি সেই দিনের অপেক্ষায় যেদিন জন লেনন এর ইমেজিন গানের এই কথাগুলো বাস্তব হবে- Imagine all the people Living life in peace... You may say Im a dreamer But Im not the only one I hope someday youll join us And the world will live as one Imagine all the people Sharing all the world...
Posted on: Wed, 21 Jan 2015 09:53:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015