বাসে এক বৃদ্ধ ভিখারি ( - TopicsExpress



          

বাসে এক বৃদ্ধ ভিখারি ( একটি হাত নেই ) রিহানের কাছে সাহায্য চায়। রিহান বৃদ্ধকে ১০টাকা দেয়। বৃদ্ধ রিহানের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে। কিছুক্ষন পর ঐ একই বাসে থাকা আরেক যাত্রী আফরিদার কাছে সাহায্য চায় বৃদ্ধটি। মেয়েটি সাহায্য করেনি বরং বৃদ্ধের নিম্ন মানের পোষাক দেখে বৃদ্ধকেকটুক্তি করে। বৃদ্ধটি রাগ করেনি বরং মেয়েটির মাথায় হাত রেখে দুআ করল যেন মেয়েটি ভাল থাকে। মেয়ের মাথায় হাত দেওয়ায় মেয়েটি আরো রেগে গেল এবং বৃদ্ধের সাথে খুব খারাপ ব্যাবহার করল। বৃদ্ধটি ক্ষমা চেয়ে বাস থেকেনেমে গেল। বৃদ্ধ বাস থেকে নামার কিছুক্ষন পরেই বাসটির সাথে আরেক বাসের সংঘর্ষ প্রায় অবস্থা, কিন্তু সংঘর্ষ হয়নি। তখন রিহান বললঃ বৃদ্ধের আশীর্বাদে আজ বেঁচে গেলাম।আল্লাহ আমার জন্য করা বৃদ্ধের দুআ কবুল করেছেন। আর আফরিদাবললঃ ঐ অপয়া বৃদ্ধ বাসে উঠার কারনেই আজ এক্সিডেন্ট হতেযাচ্ছিল। মোরালঃ মানুষের মানবীয় বৈশিষ্ঠ্য তার চিন্তা- ভাবনা ও কাজকর্মের মধ্যেই প্রকাশ পায়। by Carefully Careless Man
Posted on: Sat, 16 Nov 2013 14:52:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015