বিসিএস প্রিপারেশন - TopicsExpress



          

বিসিএস প্রিপারেশন …………………………………………………………………………….. :) ১। মোবাইল জগতের রাজধানী হিসেবে খ্যাত কোনটি? ---বার্সেলোনা, স্পেন। ২। মার্চ ২৩ মুভমেন্ট বা এম ২৩ কোন দেশের বিদ্রোহী সংগঠন? ---গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। ৩। ‘ফ্রি তিববত, কি? --- লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা। ৪। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশকে ন্যাটো জোট বহির্ভূত মিত্র দেশ ঘোষণা করে? ---আফগানিস্তান। ৫।‘একাত্তরের মুক্তিযুদ্ধ’ স্মৃতিচারণমূলক গ্রন্থের লেখক কে?----শাফায়াত জামিল। ৬।বর্তমানে দেশে স্থলবন্দরের সংখ্যা কতটি? ----উত্তরঃ ১৮টি (১৮তম স্থলবন্দর বঙ্গ সোনাহাট, কুড়িগ্রাম)। ৭। শুক্তি অর্থ কি? ----ঝিনুক ৮। Wikipedia-এর জনক কে? ---- জিমিওয়ালেস ৯। e-book-এর জনক কে? --মাইকেল স্টার্ন হার্ট ১০। বর্তমানে বায়ুবিদ্যুত্ উত্পাদনে শীর্ষ দেশ কোনটি? --যুক্তরাষ্ট্র ১১। হ্যালির ধূমকেতু আবার কবে দেখা দিবে? --২০৬২ সালে ১২। এশিয়ান উইমেন্স বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ---চট্টগ্রাম ১৩। সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?---ভারত ১৪। সিরিয়ায় গণ-আন্দোলন বা বিক্ষোভের সূতিকাগার কোন শহর? ---হোমস ১৫। মাঙ্কড বুবি কি? উঃ পৃথিবীর বিরল প্রজাতির যাযাবর পাখি। ১৬। লেদার ব্যাক কি? উঃ বিরল প্রজাতির কচ্ছপ। ১৭। ইয়েতি কি? উঃ বিড়ালের মতো এক ধরনের আজব প্রাণী , যা উত্তর আমেরিকার বনে পাওয়া যায়। প্রাণীটি যে কোনো গাছ দ্রুত কেটে ফেলে দিতে পারে। ১৮। সবচেয়ে বড় সরীসৃপ প্রানী কি? উঃ কুমির । প্রায় ৬ ফিট হয়। ১৯, বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে? উঃ পেলে ২০, ডিজ আর্মিং ইরাক -গ্রন্থটির রচয়িতা কে? উঃ হ্যান্স ব্লিক্স Like / Comment না করলে এই পেজের Notification ধীরে ধীরে আপনার পেজ থেকে হারিয়ে যাবে Admin Shafiqul Islam Pappu
Posted on: Fri, 21 Nov 2014 01:43:41 +0000

Trending Topics




© 2015