বিসিবি ১৮ মাসের - TopicsExpress



          

বিসিবি ১৮ মাসের জন্য সাকিবকে বিদেশের লীগে খেলতে দিবেনা, তাইনা?? ওহ, তাই নাকি? তা বিসিবির বাপ কে? সৎ বাপ আরকি… কে?? বিসিসিআই.… আপনি এখন মানেন আর না মানেন বিসিসিআই যদি একবার বিসিবিরে বলে- তোমাদের শাস্তি প্রত্যাহার কর তাহলে বিসিবি আব্বা আব্বা করে রাজি হবে। এর ও কারণ আছে। সামনেই চ্যাম্পিয়নস লীগ, কলকাতা নাইট রাইডার্স সাকিবকে যেকোন মূল্যে পেতে চাইবে। আর ওরা জোর করলে বিসিবির না করারও কিছু থাকবেনা। আর তাই ২০১৫ আইপিএলেও সাকিব খেলবে। বিসিবির কিছুই করার থাকবেনা। সত্যি কথা। কিন্তু এক্ষেত্রে যেটা হবে, বিসিবি আবারও দেখবে তাদের থেকে সাকিব বড় এবং সাকিবের জনপ্রিয়তা, খ্যাতি সবকিছুই তাদের চেয়ে বেশী। সাকিবের কারণে তারা নিজেদের সিদ্ধান্ত পাল্টাতে যখন বাধ্য হবে তখন তাদের ভেতরের প্রতিহিংসাটা আরো গাঢ় হবে। মোহাম্মদ ইসাম ক্রিকইনফোতে কিন্তু সেদিন লিখেছিলেন- There is some doubt about how long the BCB can enforce this, since a certain franchise in a certain tournament run by a certain board might come knocking soon, asking for its overseas player.
Posted on: Wed, 16 Jul 2014 10:49:14 +0000

Recently Viewed Topics




© 2015