বাসার জানালা দিয়ে বাইরে - TopicsExpress



          

বাসার জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিলাম । সন্ধ্যা আসি আসি করছে, চমৎকার পরিবেশ । হঠাৎ দেখি দূরে একটা পাঁচিলের ওপর দুটো কাক ঘনিষ্ঠ হয়ে বসে আছে । ঘনিষ্ঠতার এক পর্যায়ে কোন ঝামেলা হওয়ায় দেখি একটি কাক একটু দূরে সরে গিয়ে বসলো । আমি ঠিক বুঝতে পারলাম না কি সমস্যা, অবশ্য নিজের ভালবাসার ঝামেলাই কখনো বুঝি নি সুতরাং কাকেরটা বুঝবো এই আশা কম। সঙ্গী কাকটি মান ভাঙ্গানোর জন্য লাফিয়ে এলো, ততক্ষণে অভিমানী কাকটি আরও দূরে সরে গেছে । এই লাফালাফি খেলা বেশ কিছুক্ষণ দেখলাম । এক পর্যায়ে মান ভাঙ্গানো বাদ দিয়ে সঙ্গী কাকটি উড়ে গিয়ে পাশের পাঁচিলে গিয়ে বসলো । এই সময় অভিমানী কাক বুঝতে পারল যে সে বেশি ভাব দেখিয়ে ফেলেছে, এবং তারপর সম্পূর্ণ দৃশ্যের পুনরাবৃত্তি দেখলাম, শুধু পাত্র পাত্রি ভূমিকা বদল করলো। এই সময় একটা ককটেল আশে পাশেই বিস্ফোরিত হওয়ায় প্রেম পর্বের যবনিকা পতন হল, এবং কাকদ্ধয় উড়তে উড়তে প্রস্থান করলো । আশেপাশে মানুষের তথাকথিত ভালোবাসার কদর্য রূপ দেখতে দেখতে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলাম, দুটো কাক আমাকে মনে করিয়ে দিলো যে ভালোবাসার অন্য রূপ ও আছে ।
Posted on: Wed, 04 Dec 2013 11:59:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015