বাসার সামনের রাস্তায় - TopicsExpress



          

বাসার সামনের রাস্তায় দাড়িয়েই আড্ডা দিতেছিলাম আমরা ৩ জন। ঠিক তখন একজন আন্কেল রিকশা থেকে নেমে এসে বলে _কি ব্যাপার? তোমরা এখনো এইখানে দাড়িয়ে আছ? আমি মাগরিবের সময় তোমাদের দেখেছি (এখন এশার এর সময়) উত্তর টা আমিই দিলাম _Actually uncle আমরা এইমাত্র আসলাম এইখানে তখন দেখেছেন ঠিক তবে আমরা ২ মিনিট দাড়িয়েই বাসায় চলে গিয়েছিলাম। তারপর উনি শুরু করে দিয়েছেন Advice দেওয়া। আড্ডা দিতেছ সময় নষ্ট করতেছ etc. etc. উপদেশ দেওয়াটা আমার একদম সহ্য হয়না তারপরও মাথা নিচু করে চুপ করে দাড়িয়ে রইলাম। আর ভাবতে লাগলাম আমাদের মত সহজ সরল মধ্যবিত্ত পিরবারের ছেলেদেরকে সবাই জ্ঞান দিতে পারে। অথচ এই আমরা কোনদিন যায়নি স্কুল শেষে মেয়েদের পেছন পেছন ঘুরতে। করিনি কোনদিন রাস্তায় দাড়িয়ে ইভটিজিং।করিনি উশৃংখল ভাবে পিকেটিং।নেশা করে মাতলামি করিনি। বাবার বয়সী লোকের গায়ে হাত তুলিনি। বলতে ইচ্ছে করে যান না আান্কেল যারা এইসব করে তাদের একটু জ্ঞান দিন। কিন্তু পারিনা কিছু বলতে।জবাব দিলে বলবে বেয়াদব ছেলে। মা বাবা শেখায়নি কিছু। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কাছে মা বাবার সম্মানই বড় তাই কোন কথার জবাব দিতে নেই। আজ যদি কোন বিত্তশালীর ছেলে নয়তো নিম্নবিত্তর ছেলে অথবা কোন বখাড়ে ছেলে হতো তাহলে হয়তো জ্ঞানী আন্কেল এইসব Advice দিতে আসতো না। আরে এদের জ্ঞান তো শুধু সহজ সরল মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্যই তোলা থাকে। সামনে পেলেই আলমারি থেকে নামিয়ে হাতে তুলে দেয়। খারাপকে ভাল করতে পারে না। ভালোকে বাঁশ দিতে পারে
Posted on: Sat, 03 Jan 2015 12:49:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015