বাসায় ঢুকেই মৌমিতা হটাৎ - TopicsExpress



          

বাসায় ঢুকেই মৌমিতা হটাৎ ছুট দিল... গিয়েই বেসিনে হড়হড় করে বমি করা শুরু করল।আমি তো বুঝতে পারছিলাম না কি ঘটছে! বমি তো বন্ধ হবার কোন নাম গন্ধ নেই... আন্টি ছুটে এলেন -কিরে তোর কি হয়েছে? মৌমিতা জবাব দেয় না, মাথা নিচু করে বেসিনের দিকে তাকিয়ে মাথায় পানি ঢালছে।আন্টি এবার জিজ্ঞেস করলেন -সত্যি করে বল তোর এই সর্বনাশ কে করেছে? ও কিছু না বলে আমার দিকে আঙ্গুল দেখাল... আন্টি এসে আমার গালে কষে একটা চড় দিলেন,আমি তো হতভম্ব! এইগুলা কি ঘটে চলছে আমার সাথে?? -হারামজাদা! অসভ্য! তুই মৌমিতার friend হয়ে তার এত বড় ক্ষতি করলি? আমি তোকে বিশ্বাস করতাম... -আন্টি আপনি এসব কি বলছেন?? আমি তো কিছুই বুঝতেছি না... -বেয়াদব! আমার মেয়ের এত বড় সর্বনাশ কর আবার ন্যাকামো করছিস?? এইবার মৌমিতা বলে উঠল... -মা তুমি ওকে কি বলছ?? আমি তো ওকে বলেছিলাম! -কি বলেছিলি? - ও তো না করেছিল, আমি জেদ করেছিলাম রাস্তার পাশের মামা হালিম খাব...সেইটা খেয়েই তো আমার এই অবস্থা! -তো তুই এটা আগে বলবি না?? সরি বাবা!আমাকে মাফ করে দাও... আমি মনে করেছিলাম কি না কি! বাংলা ভাষায় ভ্যাবাচ্যাকা বলতে একটা জিনিষ আছে, আমি সেটা খেয়ে দাড়িয়ে রইলাম...:p :) -সংগ্রহীত
Posted on: Sat, 22 Jun 2013 02:23:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015