বাসায় ফিরছিলাম - TopicsExpress



          

বাসায় ফিরছিলাম । বসুন্ধরার মেইন গেইটে যথারীতি জ্যাম । গাড়ি ছেড়ে দিয়ে রিক্সায় চেপে বসলাম । ভ্যাপসা একটা গরম পড়ছে । খুব আইসক্রীম খেতে ইচ্ছে করলো হঠাত । কিন্তু নেমে গিয়ে কিনে আনতে ক্লান্ত লাগছিল । ঠিক এই সময়টায় বাচ্চাটির দিকে নজর পড়ল । আরহামের চেয়ে বছর খানেক বড় হবে । দেখতে অবিকল পুতুল । বাবা-মায়ের পাশে দাঁড়িয়ে আইসক্রীম খাচ্ছে । বাবা- মায়ের খাওয়া শেষ, ছেলের জন্য অপেক্ষা । কোথাও যাবেন বোধহয় তাঁরা, মা তাড়াতাড়ি আইসক্রীম শেষ করার জন্য বলছেন ছেলেকে । একটু খানি বাকি ছিল, মায়ের অনুরোধে সেটুকু ছুঁড়ে মারলো ছেলেটি । পাশে দাঁড়ানো বাবা আর রিক্সার আরোহী আমি – একসাথে হেসে উঠলাম মায়াভরা ছেলেটির ঠোঁট উল্টানো দেখে । মুখের হাসি মুখেই ঝুলে থাকলো আমাদের । রিক্সার পেছন থেকে বিদ্যুত বেগে ছোট একটি মেয়ে এসে আইসক্রীমের বাকি অংশ তুলে খাওয়া শুরু করলো! পুতুলের মতো ছেলেটি সমবয়সী একটি মেয়েকে ফেলে দে কুড়িয়ে খেতে দেখে খুব অবাক হয়েছে বলে মনে হলো । প্রবল বিস্ময় নিয়ে ছেলেটি রাস্তায় দাঁড়ানো মেয়েটির আইসক্রীম খাওয়া দেখছে । জীবনের কঠিন বাস্তবতার একটি উত্কৃষ্ট প্রমান এভাবে, এখন দেখতে হবে– ঘুনাক্ষরেও ভাবি নি । ঘটনাটি এখানেই শেষ হওয়া খুব স্বাভাবিক ছিল । আনন্দের বিষয়, শেষ হলো না ঘটনা । ছোট ছেলের পাশে দাঁড়ানো হতভম্ব বাবা নিমেষে ছুটে গেলেন দোকানে । মিনিট তিনেক পরে ঠিক সেরকম একটি আইসক্রীম কিনে নিয়ে এসে নিজের ছেলের হাতে তুলে দিলেন । না, খেতে নয় । তখনও চেটে-পুটে খাওয়া রাস্তায় দাঁড়ানো মেয়েটির হাতে তুলে দেয়ার জন্য! আমি অন্যদিকে মুখ ফেরালাম । অতি তুচ্ছ কারণে ইদানিং চোখ জ্বালা করে । পর মুহুর্তেই মন ভীষণ রকম ভালো হয়ে গেল । রিক্সা ততক্ষণে একটু সামনে গেছে । আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম । এরকম অনাকাংখিত মমতার জন্য প্রস্তুত ছিল না মেয়েটি । বাঁ হাতে কুড়িয়ে নেয়া আইসক্রীমটি আর ডান হাতে নতুন পাওয়া আইসক্রীমটি ধরে বিস্ময় নিয়ে পরিবারটিকে চলে যেতে দেখছে সে! সমাজ বদলাচ্ছে, বদলে যাচ্ছে দেশ । একটু একটু করে হলেও বদলাচ্ছে । এও কি কম প্রাপ্তি আমাদের! পারব আমরা, সত্যি একদিন পাল্টে দেব এই দেশটাকে আমরা, ইনশাআল্লাহ । লিখা :জাভেদ কাইসার
Posted on: Wed, 25 Sep 2013 17:59:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015