বিসমিল্লাহির রহমানির - TopicsExpress



          

বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে যার হাতে আমাদের জীবন এবং মরণ ।।আমাদের এক দ্বীনি ভাই নাম আব্দুল হাই। বয়স ৪০ বছর।। স্ত্রী এবং ৫টি ছোট ছোট বাচ্চা নিয়ে তার পরিবার।। তারমধ্য ৩ টি মেয়ে এবং দুটি ছেলে।। সবার বড় মেয়েটি ক্লাস ৭ এ পরে।।অতি সাধারন পর্যায়ের মধ্যবিত্ত পরিবারের কৃষক শ্রেণীর মানুষ আমাদের এই দ্বীনি ভাই আল্লাহর অশেষ রহমতে খুব সুখে শান্তিতে জীবন যাপন করছিলেন তারা।।দুনিয়াতে চাহিদা বলতে তাদের ছিল,হালাল উপার্জন করে বাচ্চাদের লেখাপড়া চালিয়ে যাওয়া।। গরিব হলেও মানুষের কাছে হাত পাতা কিংবা যাকাত ফিতরা নেওয়া নিজের জন্য কখনই পছন্দ করতেন না এই মানুষটা।।কিন্তু গত কুরবান থেকে পাল্টে যেতে তাকে তাদের জীবন।। আল্লাহর পরিক্ষার অংশ হিসেবে গত কুরবানের দিন হঠাৎ করে তিনি এক মর্মান্তিক দূর্ঘটনার শিকার হন।। যার ফলে তার মেরুদণ্ডের c2-c3 and c3-c4 কশেরুকা unremarkable হইয়ে পড়েছে।।এছাড়াও তার c6 কশেরুকা displacement হওয়ার কারণে নার্ভ সিস্টেমে চাপ পড়ে যার ফলে তার ফুল বডি এখন paralysed.... এবং cervical injury হওয়ার কারনে তাকে traction দিয়ে রাখা হইছে ।। এমতাবস্থাই তার চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকার দরকার।। এই বিশাল পরিমান অর্থ তার পরিবারের জন্নে অসম্বব বললেই চলে।। ক্রমে ক্রমে চিকিৎসার অভাবে তার অবস্তা খারাপের দিকে অগ্রসর হচ্ছে।। তিনি Dr. Md. Rabiul Katim (Asst. Prof.; dept of neurosurgery, CMC) এর under ছিলেন।। বর্তমানে উনার চিকিৎসা অফ।। আজকে আমরা যারা ফেসবুকে এই লেখাটি পড়তে পারছি, আলহামদুলিল্লাহ... আল্লাহ্ আমাদের আর্থিক ভাবে সচ্ছল করেছেন। আমরা কি পারিনা আমাদের এই ভাইটির জন্য, ছোট ছোট বাচ্চাগুলার জন্য, এই পরিবারটির জন্য কিছু করতে? ১০লক্ষ টাকা দেওয়ার মত সামর্থ্য আল্লাহ্ আমাদেরকে দেননি কথা সত্য। কিন্তু আমরা তো পারি ৩ শত টাকা দিতে। সেটা না পারলেও ১ শত টাকা তো দিতে পারি। একবার ভেবে দেখুন, ১ শত টাকা করে দিয়ে হলেও আমাদের ভাইটির চিকিৎসা হতে পারে আল্লাহ পাক চাইলে।। আমাদের ভাইটি আবার ফিরে পেতে পারেন ইন শা আল্লাহ তার পরিবার কে। ছোট ছোট বাচ্চাগুলা ফিরে পেতে পারে তাদের বাবাকে। ইনশা-আল্লাহ্। ১০০ টাকা তো আজকাল ফাস্ট ফুড এর একটা বার্গার এর সর্বনিম্ন দাম। ৫০ টাকা তো আমাদের এক দিনের ফোন বিল। আব্দুল ভাইয়ের জন্য যেটা বিপুল পরিমান অর্থ আমাদের সবার জন্য সেটা অনেক বেশি কিছু নই। আমরা কি পারিনা এই পরিবারটির জন্য কিছু করতে? আমরা কি পারিনা সামান্য কিছু টাকা আল্লাহ’র রাস্তায় দান করতে? কি হয় একদিন কলেজে হেঁটে গেলে??কি হয় একটা বার্গার না খেলে? কি হয় একদিন ফোন এ রিচার্জ না করলে? ৫০/ ১০০/ ২০০/ ৩০০ টাকাকে ছোট করে দেখবেন না।। একবার কি ভেবে দেখেছেন, আল্লাহ্ আপনার পরিবারকে সুস্থ রেখেছেন, এরকম বিপদ তিনি আমাকে আপনাকে দেননি। আমরা কি আল্লাহ’র এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারিনা সামান্য কিছু টাকা দান করে? একবার কি নিচের হাদিসটার আমলের দিকে গুরুত্ব দিতে পারি না, আনাস(রঃ)হতে বর্ণিত রাসুল(সঃ) বলেছেন,, তোমাদের কেউই ইমানদার হতে পারবে না,, যতক্ষণ না সেই তার ভাইয়ের জন্যে তাই পছন্দ করবে যা সেই নিজের জন্য পছন্দ করে।। (সহিহ বুখারি ও মুসলিম শরিফের হাদিস) সর্বোপরি আর্থিক সাহায্য পাঠানোর পাশাপাশি দুয়া করুন। কেননা আল্লাহ’র সাহায্য ছাড়া কোনকিছুই সম্ভব না। মহান রব্বুল আলামিন বলেছেন,, সৎ কাজে ও আল্লাহ ভীতির ব্যাপারে তোমরা পরস্পর সহযোগিতা কর (সুরা মায়েদাঃ ২) যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ 01846102876 01558030766 সাহায্য পাঠানোর জন্যঃ বিকাশ নম্বর ঃ ০১৮৪৬১০২৮৭৬ bank account : Shahina Akhter & Sanjida Nuzahat , Islami Bank Bangladesh , CDA Avenue Branch Ctg , 36204. কেউ যদি সরাসরি টাকা দিতে চান তবে islamic library for women ctg তে এসে দিতে পারেন tikana ২৪৬ নং দোকান,কেয়ারি ইলিশিয়াম,চকবাজার চট্টগ্রাম। Shop No- 246, Keari Elysium,Chawkbazaar, College Road Chittagong ( টাকা পাঠানোর পর অবশ্যই দয়া করে ইনবক্স অথবা পোস্ট এর মাধমে জানিয়ে দিবেন টাকা টা বিকাশ করেছেন নাকি ব্যাংক এ পাঠিয়েছেন) আমাদের সকলের প্রচেষ্টাই পারে আল্লাহ পাক চাইলে একজন দ্বীনি কে সাহায্য করতে।। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের সবাই কে জাযায়ে খাইর দান করুক এবং আমাদের সকল প্রচেষ্ষ্টাকে কবুল করে নিক।। আমীন এছাড়া রোগীর মেডিকেল রিপোর্ট ও জরুরি কাগজপত্র এই ইভেন্টের ওয়ালে পিন করে দেয়া হয়েছে। [ইভেন্টিতে বন্ধুদের ইনভাইট করে এবং ইভেন্টটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিতে সহায়তা করুন]
Posted on: Sun, 25 Jan 2015 18:44:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015