বাসর রাতঃ আজ আমার - TopicsExpress



          

বাসর রাতঃ আজ আমার ফুলশয্যার রাত। অনেক বেশি দ্বিধা সংকোচে ভুগছি আমি। কেন তা জানি না। রুমের ভিতরে আমার বিয়ে করা বউ বসে রয়েছে। বাইরে আমি দাড়িয়ে। বন্ধুরা আমাকে ঘিরে রয়েছে। সকলের মুখে হাসি তবে আমার কপালে ফোটা ফোটা ঘাম জমেছে। কেন জমেছে তা জানি না। ২ জন বিবাহিত বন্ধু আমাকে জ্ঞান দিচ্ছে রুমে ঢুকে ফার্স্ট কি বলব। মেজাজ পুরা গরম তাদের উপর। আমি কি জানতে চেয়েছি নাকি তদের থেকে কম জানি। সেধে সেধে জ্ঞান দিচ্ছিস কেন। কিছু বললাম না। রুমে ঢুকে দরজায় খিল দিলাম। খাটের দিকে তাকাতেই আমার সারা শরীরের রন্দ্রে রন্দ্রে রক্ত ওপাসশ থেকে এপাশ সাই সাই করে করে আলোর বেগে ছুটে যাচ্ছে বুঝতে পারছি। বউটাও কেমন যেন নড়ে চড়ে বসলো। কি করব মুহূর্তে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। তবে বন্ধুদের বলে দেয়া প্লান মোতাবেক আমার প্লান না। আমার প্লান বৌয়ের সাথে লুকোচুরি খেলবো মানে টিক পলান্তিস। ছোট বেলায় খেলেছিলাম। আজ আবার খেলবো। একটু অদ্ভুত ও ভিন্ন। কেউ শুনলে হয়ত অবাক হয়ে বলবে ফুলশয্যার রাতে এই সব। যে যাই বলুক আমার বৌয়ের সাথে আমি কি করলাম তাতে কার কি। আমি লুকাব সে খুঁজবে, সে লুকাবে আমি খুঁজব। নিজের একান্তেই তাকে খুঁজব আর না পাওয়ার ভান করে থাকব। সারা ঘরে তার পদধূলি পড়বে আমি দেখব আর প্রাণ জুড়াব। আমি খাটের নিচে লুকাব সে আমাকে খুজে বের করে তাক লাগিয়ে দিবে। কি মজাই না হবে। ওহ! আমি দাঁড়িয়ে কি সব চিন্তা করছি। খাটে গিয়ে বসলাম। কথা খুজছি কি বলা যায়। বন্ধুরা জানি কি বলেছিল। সব ভুলে গেছি। বৌয়ের নামটা জানি কি। তাও ভুলে গেছি। নাম জিজ্ঞেস করব কি। নাহ যদি কিছু মনে করে। যদি বলে কেমন জামাই যে বৌয়ের নাম না জেনেই বিয়ে করল। নাহ উপায় নেই,মনে করতে পারছি না। জিজ্ঞাস করেই ফেলি। তুমি না আপনি বলব? খানিক ভেবেই ডিসিশন নিলাম তুমিই বেস্ট। এই তোমার নাম.........।। ম্যাও ম্যাও ম্যাও। ধড়ফড় করে উঠে পড়লাম। এই মাঝরাতে বিড়াল এল কোথা থেকে। পাশে তাকিয়ে দেখি মোবাইল এ এলাম বাজছে। আমি যে সেহেরির এলাম দিয়েছি মনেই নেই। ওহ কি সুন্দর লুকোচুরি খেলতে যাব তার আগেই বিড়াল ডেকে উঠল। দূর বিড়াল টা সব ভেস্তে দিল।
Posted on: Sun, 21 Jul 2013 21:58:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015