বাড়িতে ফোন দিলাম... -মা - TopicsExpress



          

বাড়িতে ফোন দিলাম... -মা কেমন আছ? - ভাল আছি বাবা, তুই কেমন আছিস? -ভাল আছি মা,আমার তো ভার্সিটিতে টাকা জমা দিতে হবে -কত টাকা দিতে হবে? -২০০০০ টাকা -১৫দিন আগেই তো টাকা দিলাম..আবার..... -হুমম দিছো ২০০০০, but টিউশন ফি তো ৪০০০০ ফোনটা হয়ত loudspeaker mode ছিল পাশ থেকে বাবা মজা করে বলল... ঢাকায় থাক এখন বাসা থেকে টাকা না নিয়ে বাসায় টাকা পাঠাও,ইনকাম কর আমি কিছুদিন আগেই আবার একটা পার্ট টাইম জব এর অফার পেয়েছিলাম, তাই বাবাকে বললাম -একটা জব পেয়েছি বাবা,করব? বাবা: কেমন জব? -দিন ৩ ঘন্টা করতে হবে মাস ৬০০০ টাকা দিবে.. বাবা মজা করে বলল যদি ৫০০০০ টাকা দিতে পার তবে কর( যাতে আমি আর কষ্ট করে জব টা না করি) বাবা মা রাতদিন ২৪ ঘন্টা কষ্ট করে যাবে কিন্তু তার সন্তানকে ৩ ঘন্টা কষ্ট করতে দিবে না... বাবা মা আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করে যাচ্ছে,জানিনা আমরা তাদের জন্য কতটুকু করতে পারব..............
Posted on: Wed, 29 Oct 2014 15:42:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015