বিয়ে করার কৌশল বিয়ের বয়স - TopicsExpress



          

বিয়ে করার কৌশল বিয়ের বয়স হয়েছে, বাবা-মা বুঝেও না বোঝার ভান করছে, নিচের কৌশলগুলো অবলম্বন করে তাদের বুঝিয়ে দিতে পারেন ১. আপনার শোয়ার খাটটা যদি বড় হয় কেটে অর্ধেক করে ফেলুন। কেন কাটছেন এমন প্রশ্ন এলে বলবেন একজন মানুষ এত বড় খাট দিয়ে কী হবে। ২. তরকারিতে ঝাল বেশি লবণ কম এ জাতীয় অজুহাত দিয়ে দু এক বেলা না খেয়ে থাকার অভ্যাস করুন। ৩. মাঝে মাঝে কয়েকটা রাত যাযাবর স্টাইলে বাইরে কাটিয়ে দিন। ৪. তুমি আর কত কাজ করবে, তোমার এবার বিশ্রামের প্রয়োজন এ জাতীয় কথা বলে মাকে বুঝিয়ে দিন। একটা পরের মেয়ে ঘরে এলে তোমার কাজগুলো করে দিত। ৫. পাড়ার মেয়েগুলোকে টিজ করা শুরু করে দিন। বাবা-মার কাছে বিচার যাবে তাতে হয়তো উনাদের টনক নড়তে পারে। তাতেও যদি কাজ না হয় তাহলে বুঝবেন, আপনার বাবা-মা এত সকাল আপনার অধঃপতন চান না। By বদের হাড্ডি
Posted on: Sun, 07 Jul 2013 18:03:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015