বই এর সাথে আমার যোগাযোগ - TopicsExpress



          

বই এর সাথে আমার যোগাযোগ খুবই কম। তবে অনার্সে থাকতে অনেক পড়াশুনা করেছি। এনি ওয়ে আজকে মার্কেটিং এক্সাম। সকালে বই খুলেছি এখন পর্যন্ত পরতেছি। বই পড়তেছি আর অবিভূত হচ্ছি। মার্কেটিং আসলেই একটা মজার জিনিস।এখন মনে হচ্ছে BBA পড়লে ভালো হইতো। আর আরো মনে হচ্ছে সবার অন্তত MBA টা করা উচিত। BIPC (Bangladesh Internet Professionals Community) এর কনফারেন্সে JoomShaper এর CEO Kowshar Ahmed ভাই বলেছিলেন মার্কেটার রা কোন প্রডাক্টের ম্যাক্সিমাম প্রফিট নিয়ে যায়। এখন আসলেই তা মনে হচ্ছে। মার্কেটার রা চাইলে অনেক কিছুই করতে পারে আর সেটা যদি প্লান মাফিক কিছু হয় তাহলে আরো ভালো। এই জন্য অবশ্যোই কিছু পড়াশুনা দরকার। এলাকার কিছু ছোটভাই বেরাদার কে দেখি মাত্র ১ বছর হইল মার্কেটিং শিখেছে ইতি মধ্যে ২ হাজার ডলার কামানো শুরু করেছে আর আমরা দিনে ১৮ ঘন্টা কামলা দিয়ে কোড লিখতে লিখতে মাথা নস্ট করে ফেলেও মাসে ৩ হাজার ডলার কামাইতে বারোটা বেজে যায়। যায় হোক বিকাল ৫ টায় এক্সাম আশা করি ভালই পরিক্ষা দিবো।
Posted on: Tue, 25 Nov 2014 06:59:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015