বঙ্গবন্ধু এবং তাঁর - TopicsExpress



          

বঙ্গবন্ধু এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলেই বাংলাদেশের সর্বোচ্চ অর্থনৈতিক উন্নতি হয়! অর্থনৈতিক তথ্য উপাত্য প্রমান করে যে, একমাত্র বঙ্গবন্ধু এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের শাসন আমল ছাড়া - বাংলাদেশের - অন্য কোন আমলে, এত বেশী হারে দেশের অর্থনৈতিক উন্নতি সাধিত হয় নাই! আমি আরো জানাতে চাই যে, এমনকি, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত স্বাধীনতা যুদ্ধত্তোর যুদ্ধ বিধ্বস্থ বাংলাদেশে -- • স্বাধীনতা যুদ্ধের সময়, বিমান-নৌ-নদী বন্দর, রাস্তা-ঘাট, রেল-সড়ক সেতু-পথ, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, অফিস-আদালত, ব্যবস্যা-বানিজ্য সহ বাংলাদেশের সব অর্থনৈতিক ইনফ্রা স্ট্রাকচার ভেঙ্গে এবং নস্ট হওয়ার পরও, • ভারত থেকে সর্বশ্রান্ত হয়ে ফেরা ১ কোটি শরণার্থীকে পুনর্বাসন করার পরও, • ব্যাঙ্কে এক ডলার পরিমান বৈদেশিক মুদ্রা না থাকার পরও • ১৯৭৪ সালে সারা দেশে ভয়াবহ বন্যার পরও • পাকিস্থানী-আমেরিকার দেশীয় চরদের হত্যা, লুট, আগুন দিয়ে দেশের সম্পদ পুড়িয়ে চরম রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষতি করেও • ১৯৭৪ সালে আমেরিকার টাকা নিয়ে এবং চুক্তি অনুসারে খাদ্য সরবরাহ না করে কৃত্তিম দুর্ভিক্ষ্ সৃষ্টি করেও • এমনকি ১৯৭৩ সালে মধ্য প্রাচ্যের যুদ্ধের পর সারা বিশ্ব ব্যাপী চরম অর্থনৈতিক মন্দার পরও বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সরকারের শাসন আমলে - বাংলাদেশের অন্য যে কোন আমলের থেকে বেশী হারে দেশের অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে! এই মন্তব্যের পক্ষে অন্যতম একটি অর্থনৈতিক সূচক হচ্ছে, বাংলাদেশের “মাথাপিছু আয়ের” পরিমান ও তার বৃদ্ধির হার! বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সরকারের শাসন আমলে তা গড়ে প্রতিবছর, আজ পর্যন্ত সর্বোচ্চ, ২১.৪% হারে বেড়েছিল! নীচের টেবিলটি দেখুনঃ কখন কার এবং কোন দলের শাসনকালে মাথাপিছু আয়, আমেরিকান ডলারে প্রতি বছরে গড় বৃদ্ধি শুরুতে শেষে ১৯৭২-১৯৭৫ বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ১২০ ২১০ ২১.৪% ১৯৭৬-১৯৮১ খুনী জিয়া, জাগদল-বিএনপি ২১০ ২৪০ ২.৪% ১৯৮২-১৯৯০ জেনারেল এরশাদ, জাতীয় পার্টি ২৪০ ৩০০ ৩.৬% ১৯৯১-১৯৯৬ খালেদা, বিএনপি (জামাতের সমর্থন নিয়ে) ৩০০ ৩৩০ ২.০% ১৯৯৬-২০০১ শেখ হাসিনা, আওয়ামী লীগ - ঐক্য মত ৩৩০ ৪১২ ৫.০% ২০০১-২০০৬ খালেদা, বিএনপি-জামাত জোট ৪১২ ৫২৮ ৫.৬% ২০০৭-২০০৮ ৩-উদ্দিন (ইয়াজ-ফখর-মইন) ৫২৮ ৬৩০ ৯.৭% ২০০৯-২০১৩ শেখ হাসিনা, আওয়ামী লীগ - মহাজোট ৬৩০ ১০৪৪ ১৩.১% ২০১৪ শেখ হাসিনা, আওয়ামী লীগ – জোট ১০৪৪ ১১৮০ ১৩.০% বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে প্রায় ১১ হাজার টাকা: গত বছর (২০১২-১৩) মাথাপিছু আয় ছিলে এক হাজার ৪৪ আমেরিকান ডলার। আর এবছর (২০১৩-১৪) তা ১৩৬ আমেরিকান ডলার বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮০ আমেরিকান ডলার। (প্রায় ১১ হাজার টাকা)! স্বাধীনতার আগে ১৯৭০-৭১ মাথাপিছু আয় ছিল মাত্র ১১০ থেকে ১২০ আমেরিকান ডলারের মতো স্বাধীনতা যুদ্ধত্তোর যুদ্ধ বিধ্বস্থ বাংলাদেশের বঙ্গবন্ধুর সরকারের আমলে (১৯৭২-১৯৭৫)ঃ বাংলাদেশের মাথাপিছু আয় ১২০ আমেরিকান ডলার থেকে বেড়ে ২১০ আমেরিকান ডলার হয়েছিল! গড়ে প্রতিবছর ২১.৪% হারে বেড়েছিল! জেনারেল খুনী জিয়ার জাগদল-বিএনপি সরকারের আমলে (১৯৭৬-১৯৮১)ঃ বাংলাদেশের মাথাপিছু আয় ২১০ আমেরিকান ডলার থেকে বেড়ে ২৪০ আমেরিকান ডলার হয়েছিল! গড়ে প্রতিবছর মাত্র প্রায় ২.৪% হারে বেড়েছিল! জেনারেল এরশাদের জাতীয় পার্টি সরকারের আমলে (১৯৮৩-১৯৯০)ঃ বাংলাদেশের মাথাপিছু আয় ২৪০ আমেরিকান ডলার থেকে বেড়ে ৩০০ আমেরিকান ডলার হয়েছিল! গড়ে প্রতিবছর মাত্র ৩.৬% হারে বেড়েছিল! খালেদার জামাত সমর্থিত বিএনপি সরকারের আমলে (১৯৯১-১৯৯৬)ঃ বাংলাদেশের মাথাপিছু আয় ৩০০ আমেরিকান ডলার থেকে বেড়ে ৩৩০ আমেরিকান ডলার হয়েছিল! গড়ে প্রতিবছর মাত্র ২% হারে বেড়েছিল! শেখ হাসিনার আওয়ামী লীগ ও ঐক্য মতের সরকারের আমলে (১৯৯৬-২০০১)ঃ বাংলাদেশের মাথাপিছু আয় ৩৩০ আমেরিকান ডলার থেকে বেড়ে ৪১২ আমেরিকান ডলার হয়েছিল! গড়ে প্রতিবছর ৫.০% হারে বেড়েছিল! খালেদা-জামাতের জোট সরকারের আমলে (২০০২-২০০৬)ঃ বাংলাদেশের মাথাপিছু আয় ৪১২ আমেরিকান ডলার থেকে বেড়ে ৫২৮ আমেরিকান ডলার হয়েছিল! গড়ে প্রতিবছর ৫.৬০% হারে বেড়েছিল! ৩ উদ্দিনের (ইয়াজ-ফখর-মইন) সরকারের আমলে (২০০৭-২০০৮)ঃ বাংলাদেশের মাথাপিছু আয় ৫২৮ আমেরিকান ডলার থেকে বেড়ে ৬৩০ আমেরিকান ডলার হয়েছিল! গড়ে প্রতিবছর ৯.৭% হারে বেড়েছিল! শেখ হাসিনার আওয়ামী লীগ ও মহাজোট সরকারের আমলে (২০০৯-২০১৩)ঃ বাংলাদেশের মাথাপিছু আয় ৬৩০ আমেরিকান ডলার থেকে বেড়ে ১০৪৪ আমেরিকান ডলার হয়েছিল! গড়ে প্রতিবছর ১৩.১% হারে বেড়েছিল! শেখ হাসিনার এই জোট সরকারের আমলের ১ম বছরে (২০১৩-২০১৪) বাংলাদেশের মাথাপিছু আয় ১০৪৪ আমেরিকান ডলার থেকে বেড়ে ১১৮০ আমেরিকান ডলার হয়েছে! গড়ে প্রতিবছর ১৩.০%হারে বেড়েছে! ২০২১ সালের মধ্যে মাথাপিছু জাতীয় আয় ২০০০ (দুই হাজার) আমেরিকান ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা ধরে ‘প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২০২১ চূড়ান্ত করেছে বর্তমান সরকার’। সত্য সত্যই এবং সত্য প্রকাশিত হবেই! হাঁ, এই ভাবেই যতদিন শেখ হাসিনার নেত্রিত্বে চলবে আমাদের এই দেশ, পথ হারাবেনা আমাদের বাংলাদেশ। এগিয়ে যাবে বাংলাদেশ! জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে, শেখ হাসিনার নেত্রিত্বে আগে বাড়ো! https://youtube/watch?feature=player_embedded&v=7KUYAtrrMfM জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রকৌশলী সফিকুর রহমান অনু আই,ই,বি, ফেলো, অকলেন্ড, নিউজিলেন্ড E-mail: srbanunz@gmail Data source: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাবে ও বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার তথ্য Bangladesh Govt Statistics, Daily newspaper like the Daily Star, the Janakantha, the daily Shomkal, the daily Songbad etc World Bank, World Development Indicators, World Bank National Accounts data and OECD National Accounts data files - Last updated April 23, 2013
Posted on: Wed, 10 Sep 2014 15:20:57 +0000

Trending Topics



ss="sttext" style="margin-left:0px; min-height:30px;"> CA18DET turbo kit... Comes with tuned 5spd ecu (Program for S14
EXAM me fail hone ki wajah kya hai ? . 1 saal ke 365 din hote
Love going to the gym everyday. Today I decided to borrow some

Recently Viewed Topics




© 2015