বছরের পর বছর একই - TopicsExpress



          

বছরের পর বছর একই বিছানায় একই ছাদের নিচে বসবাস করেও মানুষ জানে না বা বুঝতে পারে কি ঐ খচ্চরের মনে কোন সুখ লুকিয়ে আছে? মানুষের মন চেনা, জানা, বুঝা, বড্ড কঠিন.. জীবন জানে না কেন নিখাদ সবুজ, কেন জলন্ত লাল-টক-টকে লেলিহান সূর্য, কেন আকাশছোঁয়া পাহাড় দিগন্ত ছুয়ে যায়, কেন পানিতে ঝলমল জীবনে চোখের দীঘি ঝলমল, কেন নিশীথে কষ্ট পুকা নিঝুম নিঝুম করে ঝিঁঝিঁ ডাকে ভেসে বেড়ায়, কেন হিমের কুয়াশা মনের দরজা ভেদ করে, কেন নির্জন জ্যোৎস্না কষ্টের আকাশে ছোৎনা ছড়ায়, কেন যাতনার তীব্র স্রোতে জীবন নন্ডভন্ড হয়ে যায়, কেন হাহাকারে পরিপূর্ণ অরণ্য চিরকাল অপরিপূর্ণতায় ধু-ধু মরুময়তায় ভেসে যায়..? তার পরেও কেবল মাত্র একটা বিশ্বাস মানুষকে, দুটি আত্তাকে, দুটি স্বত্তাকে ধরে রাখে বছরের পর বছর? _____!
Posted on: Fri, 16 Aug 2013 16:53:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015