বন্দে মাতরম্ সুজলাং - TopicsExpress



          

বন্দে মাতরম্ সুজলাং সুফলাং মলয়জশীতলাং শস্যশ্যামলাং মাতরম্। শুভ্র-জ্যোৎস্না-পুলকিত-যামিনীম্ ফুল্লকুসুমিত-দ্রুমদলশোভিনীম্, সুহাসিনীং সুমধুরভাষিণীম্ সুখদাং বরদাং মাতরম্। বহুবলধারিণীং নমামি তারিণীং রিপুদলবারিণীং মাতরম্। তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি হৃদি তুমি মর্ম ত্বং হি প্রাণাঃ শরীরে। বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। ত্বং হি দুর্গা দশপ্রহরণধারিনী কমলা কমল-দলবিহারিণী বাণী বিদ্যাদায়িনী নমামি ত্বাং নমামি কমলাম্ অমলাং অতুলাম্ সুজলাং সুফলাম্ মাতরম্ বন্দে মাতরম্ শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাম্ ধরণীং ভরণীম্ মাতরম্। Mother, I bow to thee! Rich with thy hurrying streams bright with orchard gleams, Cool with thy winds of delight, Dark fields waving Mother of might, Mother free. Glory of moonlight dreams, Over thy branches and lordly streams, Clad in thy blossoming trees, Mother, giver of ease Laughing low and sweet! Mother I kiss thy feet, Speaker sweet and low! Mother, to thee I bow. Happy Independence day!!!!!!
Posted on: Thu, 14 Aug 2014 18:32:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015