বন্ধু দিবস চলে গেল - TopicsExpress



          

বন্ধু দিবস চলে গেল কিন্তু বন্ধুত্ত হৃদয়ে আজীবন থেকে যাবে...... সেই স্কুল থেকে যে বন্ধুগুলো ছিল আমার জীবনে, তারা কেউ এখন অনেক দূরে থাকে কিংবা অনেক কাছে থেকেও অপরিচিত মনে হয়। আমার লাইফে যে বন্ধুর কথা আমি কখনই ফেলেতে পারব না সে হল Jaahid। বলতে গেলে আমার ন্যাংটা কালের বন্ধু। আমরা একসাথে অনেক প্রায় ১৯ বছর ছিলাম। অনেক খেলাধুলা আর মজার স্মৃতি আছে তোর সাথে যা ভুলার না। কলেজ আর স্কুল পর্যায়ে যাকে সবচেয়ে কাছে পেয়েছি Shubhashis কে। তোরে অনেক জ্বালাইছি দোস্ত আর এখনও জ্বালাই।আর #Notre_Dame কলেজে আরও অনেক বন্ধু পেয়েছি Dip, Nabid, Ñayeem, Hridoy, Imam অনেক হেল্প নিছি কুইয, ল্যাব এক্সামের সময়। আর ভার্সিটি লাইফটা মনে বন্ধু ছাড়া Impossible. ভার্সিটি তে যার সাথে প্রথম পরিচয় হয় Sanad, Niloy এর সাথে তারপর ধীরে ধীরে বন্ধুত্ত। নিলয় ছেড়ে গেলেও এখনও তোকে মিস করি। আর সনদ তুমি তো আমার #Girlfriend ছিলা-থাকবা আমার কোন আপত্তি নাই। শ্রাবণ বাসে সুবাদে Rudra, Ratul, Mazbah(হারু পার্টি) এর সাথে গলাগলি। আর হটাত করে C Lab প্রোজেক্টে Emtazul এর পরিচয় তারপর একটা একটা প্রজেক্টও ওকে ছাড়া করি নাই।দোস্ত তরে অনেক পেইন দিছি আর তুই অনেক খাটতে পারস এটা মানতেই হবে। Anup, Sayef তোদের মত কিছু অস্থির বন্ধু পাইছি যারা বুঝতে পারস আমারে। আর যাকে সবচেয়ে বেশী পচাই Ekram, পোলাটা কেমনে যে মুখ বুঝে সবার পচানি সয্য করে।আর Rayhan তো হুদাই মানুষরে পছাইয়া আনন্দ পায়। আর এক্সামের আগে Ovi স্যার এর পড়া না হলেই নয় সাথে Emon ম্যাডাম :p কিন্তু এখনও অনেক বন্ধুর ভীড়ে কোন মেয়েবন্ধু জুটাতে পারি নাই আফসোস :/
Posted on: Tue, 05 Aug 2014 17:47:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015