বন্ধু মানে এক কাপ চা - TopicsExpress



          

বন্ধু মানে এক কাপ চা , তিনজনে মিলে খাওয়া । বন্ধু মানে সিগারেটের , শেষ টানটি কেড়ে নেয়া । বন্ধু মানে হাসতে হাসতে, হঠাৎ রেগে যাওয়া । বন্ধু মানে পেপসি কোলার , শেষ চুমুকটি রেখে দেয়া । বন্ধু মানে একই রিক্সায় , চারজনের ঠাসাঠাসি বসা । বন্ধু মানে প্রেমে ছ্যাঁকা খাইছি , শুনেও উচ্চস্বরে হাঁসা। বন্ধু মানে কাধেঁর উপর , হাত লাগিয়ে হাঁটা । বন্ধু মানে অগোচরে, ষ্টিকার পিঠেঁ সাঁটা । এত কিছুর পরেও তাদের, আমরা করি মিস্.......। মজার কিছু ঘটে গেলে, সাথে সাথেই কল মোবাইলে, দোস্ত তুই থাকতি যদি ইসসসসস । *HaPpY fRiEnDsHip DaY* Asad Sikder Anjuman Lipi Ivy Manisa Baral Mita Tulvi Islam Afroz Sonia Asif Hasan Ruma Rashida Nazma Islam Nazma Mitu Read Rose Sumi Israt Jahan Tonny Israt SornaMahabuba Mahi Mahi Noor Angle Joy Karmaker Ruhul Amin Afrin Shultana Mitu Afrin Alo Rifat Ara Nowshin Imam Hasan Shomy Nasrin Monirul Hasan Sabuz Tania Islam Usno Choa Nishith Jahan Nadira Akter Snigdha Methila Mehjabin Nitu Amin Abdullah All Mamun
Posted on: Sun, 03 Aug 2014 06:10:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015