বন্ধুর বাসায় আমি গেম - TopicsExpress



          

বন্ধুর বাসায় আমি গেম খেলতেসিলাম। হঠাত্ কইরা পাশের রুম থেকে কান্নার আওয়াজ । বন্ধুরে কইলাম কি হইছে ? সে পাত্তায় দিল না আমার কথার। বাধ্য হয়ে পাশের রুমে গেলাম । দেখলাম ওরবোন কাদতেসে । _ কি হইলো কাদো ক্যান ? _ ভাইয়া, গোপী হাসপাতালে । _ গোপী কে ? _ গোপী আমার ফেভারিট । দেখ দেখ কি কাহিল লাগতেসে গোপীকে । আবার কান্না । আমি টিভির দিকে তাকিয়ে মখা হয়ে গেলাম । বন্ধুর বোন স্টার প্লাসের সিরিয়াল দেইখাকানতাসে । বন্ধুর রুমে ফিরেএলাম । বন্ধু খিলখিল কইরা হাসতেছে। ২০৭০ সাল: বিছানায় শুইয়া আমি মৃত্যুর প্রহরগুনতেসি । হঠাত্ পাশের রুম থেকে কান্নার আওয়াজ । আমার বউমারে ডাইকা কইলাম, _ কেডা কাদে ? _ আর বইলেন আব্বা । পূজার মেয়ে একসিডেন্ট করসে । তা দেখে আপনার নাতি কানতাসে । _ পূজা কে ? _ গোপীর মেয়ে । * মানুষ মইরা কঙ্কাল হইয়া যাবে । তবুও হিন্দি সিরিয়াল শেষ হওয়ার নয়!
Posted on: Mon, 07 Oct 2013 07:56:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015