বন্ধুরা সব কিছুর জন্য - TopicsExpress



          

বন্ধুরা সব কিছুর জন্য কিন্তু কিছু system থাকেই! নানান জিনিসের প্রয়োজন পড়ে! বেঁচে থাকতে হইলে পেটে #ভাত প্রবেশ করাতে হয়, লেখার জন্য খাতা-কলমের প্রয়োজন! ঠিক তেমনি #প্রোগ্রামিং এর ক্ষেত্রেও কিছু জিনিসের দরকার হয়, এর ভিতর অতি সোজা ১ টা জিনিস / উপাদান হচ্ছে # ভারিয়েবল ( variable) আচ্ছা, এইটা খায় না মাথায় দেয়?? :-P কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার বয়স কতো? আপনি হয়তো এখন বলবেন ৬৯, পরের বছর বলবেন ৭০, তার পরের বছর জিজ্ঞেস করলে বলবেন ৭১। এই যে আপনার বয়সটা এইটা কিন্তু পরিবর্তিত বা চেইঞ্জ হচ্ছে। তারমানে এটা বছর বছর ভেরি করতেছে । এই যে বয়সের মান বা value পরিবর্তিত হয়ে যাচ্ছে বা ভেরি করতেছে, তাকে প্রোগ্রামিং এর ভাষায় variable বলে। চল, বাস্তব জীবনের আরও উদাহরন দেখি! মনে কর, রাতে ভাত রাধবেন তোমার মা, কিন্তু বাসায় চাল নেই! তোমাকে তোমার মা তাই চাল আনতে বগুড়ার ঐতিহ্যবাহী # ফতেহ_ আলী_বাজারে পাঠায় দিল! তহ এখন দোকানে গেছেন! গিয়ে শুনলেন চালের দাম ২৮ টাকা প্রতি আধা কেজি! এই যে, আজকে আপনি আধাকেজি চাল ২৮ টাকা দিয়ে কিনছেন। কালকে কিন্তু এই আধা কেজি চালের দাম আর ২৮ টাকা থাকবেনা। সেটা হয়ে যাবে ২৯ টাকা ৬ মাস পরে হয়ে যাবে ৩৬ টাকা। আর ১ বছর পরে আল্লাহ্ই মালুম যে কতো হয়। হয়তো ৪১ নয় ৪৭ টাকা হবে। তারমানে আধা কেজি চালের দাম কিন্তু টাকার অঙ্কে নির্দিষ্ট থাকতেছে না। এইটা পরিবর্তন বা চেইঞ্জ হয়ে যাচ্ছে। তারমানে হচ্ছে এইটা vary করতেছে। কিন্তু যখনই যেই দাম হোকনা কেন, আপনি যদি দোকান্দারকে জিজ্ঞেস করেন, ভাই আধা কেজি চালের দাম কতো? সে কিন্তু তখনকার দামটা আপনাকে বলবে। এভাবে প্রত্যেক্টা variable এর মান vary করতে পারে, তবে নির্দিষ্ট সময়ে মান নির্দিষ্ট থাকবে! HAPPY PROGGRAMING :-) [ HASIB - HRr ]
Posted on: Sun, 25 Jan 2015 14:07:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015