বন্ধুরা সব খেলা দেখতে - TopicsExpress



          

বন্ধুরা সব খেলা দেখতে গেছে। রুমমেট বড় ভাইও। আমি এখন রুমে একা। একা একা থাকতে আমার খুব ভাল লাগে। কোথায় যেন হারিয়ে যাই। মাঝে মাঝে টিকটিকের ডাকে সম্বিৎ ফিরে পাই। তারপর আবারও হারিয়ে যাই... আবার টিকটিকের ডাকে সম্বিৎ ফিরে পাই.... মাঝে মাঝে মনে হয় টিকটিকিটা আমায় নিয়ে খেলছে। নিজেকে খুব ক্ষুদ্র আর অসহায় লাগে তখন। কত্তটুকু ক্ষুদ্র আর মূল্যহীন হলে টিকটিকি পর্যন্ত মজা নিতে পারে... ভাবতে ভাবতে আমি আবার কোথায় যেন হারিয়ে যাই... আবার শব্দে সম্বিৎ ফিরে পাই...না, এবার আর টিকটিকি নয়, পাশের রুমের ইমেডিয়েট বড় ভাই। সিগারেট হাতে দিয়াশলাইয়ের কাঠি চাইতে এসেছে... এমন বিরক্তি নিয়ে না করে দিলাম যে আমার ভাষাটা স্পষ্ট.... চলে যাওয়ার পর আবার অপরাধবোধ কাজ করতে লাগল... মোম জ্বালানোর জন্যও ত দিয়াশলাইয়ের কাঠি লাগে, না...? দরজাটা এমন জোরে বন্ধ করলাম, ভাই আবার পেছন ফিরে তাকাতে বাধ্য হল... এই ভাই আর আমার কাছে ম্যাচের কাঠি চাইতে আসবে না... আমার এখন খুব বিরক্ত লাগছে। ফ্যানটা খুব শব্দ করছে। শব্দ আমার ভাবনায় বেঘাত ঘটায়। আমার ভাবনায় ভাবনায় বেঘাত ঘটানো জিনিস আমি সহ্য করতে পারি না। ফ্যানের সুইচ টা তাই আমি অফ করে দিয়েছি। প্রচন্ড গরমে দরদর করে ঘাম বেয়ে পড়ছে আমার শরীর বেয়ে। এই ঘামটা আমার খুব প্রিয়। প্রতি বিন্দু ঘাম এক নদী অতীত সঙ্গে করে নিয়ে বের হয়। আমার অতীত গুলো "হাইড্রা" টাইপের। এদের পুনুরুৎপত্তি আছে। রাতে বের করে দেওয়ার পর সকালেই আবার এগুলো আমার কাছে চলে আসে। তাই প্রতিদিনই ঘুমুতে যাওয়ার আগে এদের বের করে দিতে হয়। এরা থাকলে আমার চোখে ঘুম আসে না। হুম, এইবার বোধ হয় সব ঠিক আছে... পুরো রুম এখন সুনসানভাবে নীরবতা পালন করছে। টিকটিকি টাও এখন আর ডিস্টার্ব করছে না। বোধ হয় ঘুমুতে গেছে। আমার চোখ দুটো এখন বুজে আসছে। যাওয়ার আগে টিকটিকিটা বোধ হয় আমার চোখে একটু ঘুম লাগিয়ে দিয়ে গিয়েছে....
Posted on: Sat, 22 Jun 2013 20:54:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015