বন্ধুরা, স্প্যাম আমাদের - TopicsExpress



          

বন্ধুরা, স্প্যাম আমাদের জীবনে খুব বাজে একটি সমস্যা। ইমেইল ঠিকানা বিভিন্ন ভাবে আমাদের প্রকাশ করতেই হয়, এবং কিছুদিন পরেই তাতে বিজ্ঞাপনি ইমেইল এর বন্যা শুরু হয়। আমি বিশেষ একটি পদ্ধতি নিচে বোল্ড করে প্রস্তাব করছি, তাতে স্প্যাম এর পরিমান হবে ০% হ্যাঁ, ভুল দেখেন-নি, এটা হবে শূন্য। মন দিয়ে ধারনাটা অনুভব করুন। পরিবর্তন যদি গুগল, ইয়াহু সহ সকল ইমেইল সেবাদাতার মাধ্যমে বাস্তবায়ন করাতে হয় তবে তাদের feedback পাঠাতে হবে, আমি তার জন্য লিঙ্ক/উপায় এবং লেখাটা অনুবাদ-ও দিলাম .............................. নতুন ধারনাটি মেইল ফিল্টার নামে আমি উল্লেখ করলাম। নতুন পদ্ধতি-তে ইনবক্স দুই ভাগ হবেঃ প্রথমটি, মেইল বক্স ও দ্বিতীয়টি পাবলিক বক্স। মেইল ফিল্টার কন্টাক্ট লিস্ট বহির্ভূত কারো হতে আসা ইমেইল পাবলিক বক্সে জমা করবে। যদি কোন ব্যবহারকারী মেইল বক্স -এ ইমেইল পেতে চায় তবে তাকে পূর্বে প্রেরকের ইমেইল ঠিকানা কন্টাক্ট বুকে তালিকাভুক্ত করতে হবে। পাবলিক বক্স কখনোই সমগ্র সেবার ২০% এর বেশি ব্যবহার করবে না। যখন পাবলিক বক্স সম্পূর্ণ ভরে যাবে, তখন স্বয়ংক্রিয় ভাবে পাবলিক বক্সের সবচেয়ে পুরাতন ইমেইল টি চিরদিনের জন্য মুছে যাবে। যখন ব্যবহারকারী পাবলিক বক্সের (বা স্প্যাম বক্সের) কোন ইমেইল ম্যানুয়ালী মুছবে, তখন তা ট্রাশবক্সে যাবে না - এটা সরাসরি মুছে যাবে। কিন্তু কেউ যদি সেন্ডার এর ইমেইল এড্রেস-টি কন্টাক্ট বুকে সেভ করে তবে ইমেইল টি সরাসরি মেইল বক্সে চলে যাবে। কন্টাক্ট বুকেই পাশাপাশি একটি স্বীকৃত ডোমেইন তালিকার একটি অতিরিক্ত অপশন থাকবে। কেউ যদি নির্দিষ্ট কোন ডোমেইন বা সাব ডোমেইন (যেমন: paypal, wikipedia.org, office.yahoo, office.facebook) তাতে নথিভুক্ত করে, তবে এই ডোমেইন বা সাব ডোমেইন ব্যবহার করে পাঠানো সব ইমেইল সরাসরি মেইল বক্সে চলে যাবে। মেইল ফিল্টার চালু কেউ তার ইমেইল ঠিকানা জনসম্মুখে উন্মুক্ত করার ক্ষেত্রে দ্বিধাবোধ করবেন না। অবশ্য সংশ্লিষ্ট প্রভাইডারের সাথে ইউজার এর যোগাযোগ বাধাগ্রস্থ হবে না, এটা ফিক্সড। একই সাথে স্প্যাম বক্স-ও একই নিয়ম অনুসরণ করবে: এটা সম্পূর্ণ জায়গার ১০% এর অধিক ব্যবহার করবে না। যখন এটা ভরে যাবে, সার্ভিস তখন স্প্যাম বক্সের সবচেয়ে পুরাতন ইমেইল-টি স্বয়ংক্রিয় ভাবে চিরদিনের জন্য মুছে ফেলবে। কিন্তু মেইল বক্স, সেন্ট বক্স, ট্রাশ বক্সের নিয়ম হবে ভিন্ন। এগুলো জায়গার বাকি ৭০% ব্যবহার করবে। যখন সম্পূর্ণ জায়গা ভরে যাবে, সার্ভিস কখনোই পুরাতন ইমেইল টি মুছবে না, বরং নতুন ইমেইল রিসিভ করা বন্ধ করবে, এবং সতর্ক সঙ্কেত প্রদর্শন করবে। ব্যবহারকারীকে হয় আরো স্পেস কিনতে হবে অথবা মেইল বক্স, সেন্ট বক্স ও ট্রাশ বক্স হতে কিছু পুরাতন ইমেইল নিজ দায়িত্বে মুছতে হবে। বিপুল সংখ্যক মানুষ একাধিক ইমেইল ঠিকানা ব্যবহার করে। তার মধ্যে কেবল একটি সত্যিকারের ইন-বক্স হিসাবে ব্যবহার হয়। বাকি সবগুলি আসলটা লুকানর জন্য, কোন সময় সেগুলো ইমেইল ফরওয়ার্ডার হিসাবে ব্যবহৃত হয়। তাই শীর্ষ ইমেইল সেবাদান-কারীরা যদি মেইল ফিল্টার সার্ভিস চালু করে, তবে তাদের একাধিক অ্যাকাউন্ট একত্রিত করে একটিতে পরিণত করার সুযোগ দিতে হবে, সাথে তার মধ্যে কোনটি মূল (ডিফল্ট) হবে তা নির্ধারণ করার সুবিধাও থাকতে হবে। লেখা প্রস্তাবটা ভাল লাগলে আসুন ফিডব্যাক পাঠাই। এই হল ইয়াহু -র জন্য লিঙ্কে যান। বামদিকে উপরে Vote এ ক্লিক করে 3 Vote দিন ও great idea! বা এই জাতীয় একটি কমেন্ট করুন। https://yahoo.uservoice/forums/210695-yahoo-mail/suggestions/5361666-final-solution-to-prevent-spam
Posted on: Thu, 23 Jan 2014 09:01:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015