বরাবর, মা বিষয়: বিয়া - TopicsExpress



          

বরাবর, মা বিষয়: বিয়া করিবার অনুমতি প্রদানের জন্য আবেদনপএ। ডিয়ার "আম্মা", অনেক হইয়াছে এইবার আমাকে বিয়া করিবার অনুমতি দাও। তোমার কষ্ট করিয়া আমার বৌ খুঁজিতে হইবে না। আমি তোমার জন্য একটা ফুটফুটে বৌ আমদানি করিব। ১৯ বছর বয়সের জন্য আর অপেক্ষা করিয়া লাইফের বারোটা বাজাতে পারব না। কোল বালিশের সাথেও আর পিরিত করিতে পারুম না। আমার বৌ চাই!! দশটা না পাঁচটা না একটাই মাত্র বৌ চাই গো আম্মাজান। অতএব, আমি আশা করি তুমি আমার প্রাণের মনোবাসনা পূরণের নিমিত্তে গ্রিন সিগন্যাল প্রদান করিয়া পুত্রবধুর মুখ দর্শন করিবার প্রত্যয় ব্যক্ত করিয়া আমাকে কুমারত্ত থেকে ঘুচাইয়া দিবা। ইতি, তোমার হতভাগা ছেলে romeo #romeo
Posted on: Sun, 06 Oct 2013 15:20:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015