বর্তমানে আমাদের - TopicsExpress



          

বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ অংশ। অবস্থা এমন দাড়িয়েছে যে মোবাইল ফোন ছাড়া একটি দিনও কল্পনা করা যায় না! কিন্তু কোনদিন ভেবে দেখেছেন কিভাবে একটি মোবাইল ফোন কল করে বা কল রিসিভ করে? যদি ভেবে থাকেন তাহলে এই লিখাটি আপনার জন্যই! আসুন একটু জানার চেষ্টা করি! মোবাইল কল স্থাপন করার ধাপগুলো জানার আগে mobile phone communication system এর কিছু টার্ম জানা দরকার। যেমনঃ . BTS (Base Transceiver Stations): আমরা অনেক বিল্ডিঙের উপর যে টাওয়ারগুলো দেখি সেগুলোই BTS। গ্রামাঞ্চলে সাধারণত মাটিতেই স্থাপন করা হয়। এগুলোতে Transmitters & Receivers থাকে . Forward Control Channel (FCC): এটি হচ্ছে BTS থেকে মোবাইল ফোনে তথ্য পাঠানোর জন্য নির্ধারিত পথ বা channel. . Reverse Control Channel (RCC): নাম শুনে বুঝতেই পারছেন এটি আগেরটির উল্টো! মানে মোবাইল ফোন থেকে BTS এ তথ্য পাঠানোর জন্য নির্ধারিত পথ বা channel. . এখন আসা যাক কল স্থাপনের ধাপগুলোতেঃ . আপনার মোবাইল ফোনটি যখন অন থাকে তখন সেটি আশপাশের মধ্যে সবচেয়ে শক্তিশালী FCC কে খুঁজে বের করে তার সাথে সংযুক্ত হয়। এই FCC -র সিগন্যাল লেভেলটিই আপনার মোবাইলের স্ক্রিনে নেটওয়ার্ক হিসেবে দেখায়। যখন আপনি কাউকে কল করেন তখন আপনার ফোন RCC দিয়ে BTS এর কাছে কল শুরু করার অনুরোধ পাঠায়, সেই সাথে আপনার মোবাইল নাম্বার, ESN or IMEI (বিশেষ ক্ষেত্রে) এবং আপনার ডায়ালকৃত নাম্বারটি পাঠিয়ে দেয়। . BTS এই তথ্যগুলো পাওয়ার পর আবার পাঠিয়ে দেয় মোবাইল অপারেটরের Mobile Switching Centre (MSC) -র কাছে। MSC আপনার নাম্বারটি তাদের ডাটাবেজে আছে কিনা দেখে সিউর হয়ে নেয় যে আপনি আসলেই তাদের সাবস্ক্রাইবার কিনা। নিশ্চিত হওয়ার পর Public Switched Telephone Network (PSTN) এর মাধ্যমে আপনার ডায়ালকৃত নাম্বারের সাথে আপনাকে সংযুক্ত করে দেয়া হয়। এরপর MSC, একটি অব্যবহৃত ও নিরাপদ পথ বা channel ঠিক করে দেয়ার জন্য BTS কে অনুরোধ করে যাতে আপনি কথা বলা শুরু করতে পারেন। . BTS আপনার মোবাইলকে জানায় কোন পথে বা channel এ কথা বলতে হবে। সবশেষে আপনার মোবাইল সেই channel এ টিউন করে এবং তখনই আপনি সেই বিখ্যাত beep tone শুনতে পান! যে beep tone শুনে আপনি বুঝতে পারেন- ওপাশে রিং হচ্ছে! লিখেছেন - আবরার আমিন Follow Me For More Information : Jajabor Prithibi এই পোস্ট টি আগে জানালা ১০ গ্রুপ এ প্রকাশিত...।।
Posted on: Fri, 19 Dec 2014 08:46:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015