বর্তমানে কিছু ডিজিটাল মা - TopicsExpress



          

বর্তমানে কিছু ডিজিটাল মা বের হয়েছে! এদের বাচ্চা নেয়ার কোন ইচ্ছা নেই বললেই চলে কিন্তু সমাজের চাপে পড়ে নিতে হয়। মাহওয়ার জন্য এরা কি কি নাটক করে একটু শোনেনঃ ১. বাচ্চা প্রসব করতে অনেক কষ্ট হবে তাই এরা আগেভাগেই ডিজিটাল পদ্ধতিতে পেট কেটে বাচ্চা বের করে। ২. ফিগারের সাইজ নষ্ট হয়ে যাবে তাই এরা বাচ্চাকে বুকের দুধ না খাইয়ে বাজার থেকে কেনা দুধ খাওয়ায়। ৩. শরীরে যেন বাচ্চার প্রসাব পায়খানা নালাগে তার জন্য সবসময় বাচ্চাকে কি যেন একটা পড়িয়ে রাখে। ৪. বাচ্চার যত্ন নিতে কষ্ট হয় তাই বাচ্চাকে লালন পালন করার জন্য আলাদাভাবে কাজের বুয়া রাখে। অনেক সময় বাচ্চা তো বুয়াকেই মা ডাকা শুরু করে। ৫. রাতে বিছানা যেন নষ্ট না করে এবং স্বামীর সাথে ঘুমাতে কোন সমস্যা না হয় এজন্য বাচ্চাকে বিছানায় না রেখে পাশে দোলনায় রেখে দেয়। এই সিস্টেমগুলো কিন্তু আমাদের ছোট সময় ছিল না বললেই চলে কিন্তু একবিংশ শতাব্দীতে এসে এই সিস্টেমগুলো প্রচন্ড হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে যে সমস্যাটা হচ্ছে তা হলো, সন্তানের প্রতি মায়ের যে ভালবাসা এবং মায়ের প্রতি সন্তানের যে ভালবাসা সেটা দিন দিন প্রচন্ড হারে হ্রাস পাচ্ছে। একটু আশেপাশে তাকালেই এর সত্যতা দেখতে পারবেন। #vagabond
Posted on: Thu, 05 Sep 2013 09:15:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015