বর্তমানে ফেসবুকে প্রায় ই - TopicsExpress



          

বর্তমানে ফেসবুকে প্রায় ই বিভিন্ন ধরণের ঘুমের ট্যাবলেট প্রেমীদের দেখা যায়। এরা ডাক্তারের পরামর্শ ব্যতীত ঘুমের ঔষধ ১০-২০ টি খেয়ে তা আমাদের স্টেটাসের মাধ্যমে জানিয়ে দেন। এবং যে মেয়ের জন্য খেয়েছেন সেই মেয়েটি স্টেটাসে ট্যাগ করা বা নাম উল্লেখ করা থাকে। স্টেটাসে মেয়েটির কমেন্ট কিছুটা এরূপ থাকে : তুমি এ কি করলা। নিজের জীবন টা এভাবে নষ্ট করে দিও না অথবা আরো খা। দূর হ ইত্যাদি ইত্যাদি। এভাবে ঘন্টাব্যপী স্টেটাসদাতার কমেন্ট,রিপ্লাই চলতে থাকে। আমিও অবাক হই এই কান্ড দেখে ! :-o এতগুলো ঘুমের ট্যাবলেট খাইছে মরুক বা বাঁচুক ঘুম তো আসার কথা। :3 উল্টো বেচারা নিদ্রাহীনভাবে কমেন্টিং করে যাচ্ছেন। :-o ঘুমের ঔষধেও ভেজাল থাকে মনে হয়। কারণ পরদিন ঘুমের ট্যাবলেট প্রেমী রোমিওর স্টেটাস থাকে : মরি নি। তোমার ভালোবাসা আমাকে মরতে দেয় নি ইত্যাদি ইত্যাদি। :-o :v ফেসবুকে আরেকদল রোমিও-জুলিয়েট আছেন যাঁরা নিজের শরীর ছুরি-চাকু বা ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করেন যা উনাদের কাছে চিত্রকর্ম মনে হয় তাই আপলোড দিয়ে উনাদের চিত্রকর্ম আমাদের কে দেখার সুযোগ করে দেন। :-D যদিও কোনটি আসল আর কোনটি নকল তা বুঝার উপায় নেই। :-P কারণ আজকাল টমেটোর সসেও ভেজালের কারণে রক্তলাল বর্ণ ধারণ করতে পারে। :-D প্রেম এবং আইন এই দুইটি বিষয় অন্ধ তা আমরা সবাই জানি। কিন্তু তুমিও কি অন্ধ ? নিজের মনের জানালা খুলে মন কে প্রশ্ন কর। যা করছ তা কি ঠিক ? তোমার পরিবারের কথা একটিবার ভেবেছ ? একটি মেয়ের জন্য এতগুলো মানুষ কে কষ্ট দিবে ?
Posted on: Sun, 21 Sep 2014 15:02:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015