বর্তমান বিশ্ববাসীর জন্য - TopicsExpress



          

বর্তমান বিশ্ববাসীর জন্য ডাঃ জাকির নায়েক আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। যখন সারা বিশ্বের কাফিররা ইসলামকে নিয়ে কটাক্য করছে, সালমান রুশদী, ডঃ উইলিয়াম কেম্পবলের মত কাফিররা ইসলামের বিরুদ্ধে শত শত বই লিখে খৃষ্টান ধর্মই সর্ব শ্রেষ্ঠ ধর্ম হিসেবে প্রমান করার ধৃষ্টতা দেখাচ্ছে, ঠিক সেই সময় আল্লাহর ওপর ভরসা করে,কুরআন বুকে ধারন করে ডাঃ জাকির নায়েক কাফিরদের সাথে বিতর্ক করে তাদের সমুস্ত অভিযোগের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে কাফিরদের মুখ বন্ধ করতে সক্ষম হন। কিন্তু দুঃখের বিষয় বিশ্বের ভাগা ভাগা আলিম জীবিত থাকতেও কেউ সালমান রুশদীর মত কাফিরদের মোকাবেলা করতে পারেন নি। তাদের পক্ষ থেকে ডাঃ জাকির নায়েক মোকাবেলা করে বিজয় লাভ করলে তাঁকে ধন্যবাদ এবং আশীর্বাদ করার পরিবর্তে কিছু আলিমরা তাঁকে কাফির,ফাসিক,ফুজ্জার ইত্যাদি ফতোয়া দিতেও দ্বিধাবোধ করেন নি। কেউ না বুঝে পীরদের কথা শুনে যাচাই-বাচাই না করে এই ফতোয়া দিচ্ছেন আবার কেউ নিজের ব্যক্তিগত স্বার্থের কারণে বুঝে-শুনেই তাঁকে কাফির ফতোয়া দিচ্ছেন। যে যাই বলুক আমরা বলবো, বর্তমান সময়ের শ্রেষ্ঠ জ্ঞানী, ডাঃ জাকির নায়েক আমরা জানি।
Posted on: Sat, 16 Nov 2013 02:20:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015