## বর্তমানের নাস্তিকদের - TopicsExpress



          

## বর্তমানের নাস্তিকদের কিচু কথার উত্তর ## By : বাঁশ বাবা- রেচড বাবুমশাইরা, আজগের বিজ্ঞান দাবী করচে এই মহাবিশ্বে জীবের মৃত্যুই জীবের অস্তিত্বের পরিসমাপ্তি না। একটি বৈজ্ঞানিক তত্ত্বমতে, মৃত্যুপরবর্তীকালেও জীবের আরেকটি জীবন সম্ভব যার পর্যায়কাল অসীম(infinity) পর্যন্ত। আজ্ঞে দাদাবাবু কোয়ন্টাম পদার্থবিদ্যা বলচে, কোনো ঘটনার সবদিক একবারে হিসাব করা যায় না। বরং কয়েকটি ভিন্ন সম্ভবনায় ভাগ করে একটাকে অনির্দিষ্ট ধরে আরেকটা সম্ভাবনা যাচাই কত্তে হয়। বিজ্ঞানের বহুল চর্চিত একট বিষয় হলো, "মাল্টিভার্স তত্ত্ব"। এ তত্ত্বের মূল বিষয় হল, যেকোনো বস্তুর যেকোনো অবস্থার বিপরীতে আরেকটি অবস্থা দাঁড় করানো। এই অবস্থানটা হবে তার বর্তমান অবস্থার ঋণাত্মক। উদাহরণ হিসেবে আমরা "প্রতি-পদার্থ"(anti-matter) এর কথা ভাবতে পারি। ধরা যাক প্রোটনের কথা। তত্ত্বানুযায়ী ধনাত্মক প্রোটনের বিপরীতে ঋণাত্মক প্রোটন থাকার কথা। সেটাকে পদার্থ বিজ্ঞানের ভাষায় বলা হয় এন্টি-প্রোটন বা প্রতি-প্রোটন। "প্রতি-পদার্থ" যে শুধুই কোনো থিওরী নয়, তার প্রমাণ বিজ্ঞানীরা দিয়েছেন পরীক্ষাগারে "প্রতি-পদার্থ" হাজির করে । যেহেতু "প্রতি-ইলেক্ট্রন"(পজিট্রন), "প্রতি-নিউট্রন" এরও হদিস পাওয়া গেচে, তাই "প্রতি-পরামাণু" যে থাকবে তাতে আর সন্দেহ কি!!!! "প্রতি-পরামাণু" মানেই "প্রতি-মৌল"। আর একাধিক প্রতি মৌলের মিশ্রণে তৈরি হয় "প্রতি-যৌগ"। ষোল কলা পূর্ণ হয়ে গেল প্রতি-পদর্থের। আর "প্রতি-পদার্থ"(anti-particle) আছে মানেই নিশ্চয় "প্রতি-পদাথ" এর একটা জগৎও আছে। আর সেই জগৎ হবে আমাদের এই মহাবিশ্বের বিপরীত একটা #মহাবিশ্ব তথা "প্রতি-মহাবিশ্ব"(anti-universe); এই মহাবিশ্বের খুব জনপ্রিয় নাম প্যারালাল ইউনিভার্স। আমাদের এই মহাবিশ্বই আর এর সমান্তরাল মহাবিশ্বই কি শেষ। আর কিছু নেই? বিজ্ঞান বলছে আছে। তাই যদি হয়, সেগুলো কোথায়, কেমন, আমরা দেখতে বা পাই না কেন???? প্রশ্নের জবাব আছে গো দাদা; আমাদের এই মহাবিশ্বের যা কিছু আমরা দেখি সবই #ত্রিমাত্রিক দৃষ্টিতে। মিনেকোস্কি-আইনস্টাইন­­­ এই দৃষ্টিটাকে এট্টু প্রসারিত করে যোগ করেচিলেন আরেকটি মাত্রা। সময়ের মাত্রা। কিন্তু বিজ্ঞান একই সাথে আরেকটি কথাও বলচে, চারমাত্রার মধ্যেই আবদ্ধ নয় আমাদের মহাজগৎ। আরো বহুমাত্রা আচে। আসলে আমাদের এই চারমাত্রার মগজ দিয়ে এখনি সেই মাত্রাগুলো দেখার সক্ষমতা আমরা এখনো অর্জন কত্তে পারিনি। তাই বলা হচ্চে, বহুমাত্রা যখন আছে; তখন আরও মহাবিশ্বও আছে। আর তার সংখ্যা একাধিক। আমাদের ত্রিমাত্রিক জগতের প্যারালাল জগতে যদি আমাদের প্রতি-অবস্থাগুলো থাকে, তাহলে অন্য মহবিশ্বগুলোতে কি অবস্থা থাকবে? এইখানেই বিজ্ঞানীরা দেখছেন নতুন সম্ভবনা। এখন যদি প্রশ্ন করা হয়, আমাদের মহাবিশ্বে যখন একটা বস্তুর জন্ম হচ্চে, তখন প্যারালাল মহাবিশ্বে সেই বস্তুটির কী ঘটছে। ধরে নিলাম তার সেখানে "প্রতি-বস্তু"র জন্ম হচ্ছে; এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু অন্যমাত্রার অন্য মহাবিশ্বগুলোতে কী ঘটছে? এখানেই কোয়ান্টাম মেকানিক্স বলচে, যদি আমাদের চারমাত্রিক জগতের জন্ম বা মৃত্যুর কথা হিসেব করি, তবে তবে অন্যমাত্রার অন্য মহাবিশ্বগুলোতে একই হিসেব খাটবে না। ধরা যাক, আমাদের মহাবিশ্বে(একই সাথে প্যারালাল মহাবিশ্ব) কেউ মৃত্যুবরণ করচে, তাহলে আমাদের মহাজগতের জন্য এই মৃত্যু একটি নির্দিষ্ট ঘটনা। তাহলে অন্য মহাবিশ্বগুলোর জন্য এই মৃত্যু কোয়ান্টামের ভাষায় নির্দিষ্ট নয়। তখন এর হিসেব করতে গেলে #অসীম কোনো মানে চলে যাবে। তেমনি অন্য আরেকটি মহাবিশ্বে যদি ওই বস্তুটার মৃত্যু ঘটে, তবে আমাদের মহাবিশ্বের এই মৃত্যুর হিসেব আসবে অসীম। অর্থাৎ জীবিতও আসতে পারে। এই বিষয় নিয়েই তৈরি হয়েচে নতুন তত্ত্ব- এর নাম ‘বায়োসেন্ট্রিজম’(biocentrism) তত্ত্ব। যাকগে অনেক কথা বললুম তত্ত্বটি নিয়ে, তবে মূল উদ্দেশ্য ছিল বর্তমানের নাস্তিকদের কিচু কথার উত্তর দেয়া। এতদিন বাবুমশাইরা খুব তাপালিং কচ্চিলেন মৃত্যুপরবর্তী জীবনকে অস্বীকার করে। এখন এ তত্ত্ব সম্বন্ধে তেঁনাদের মতামত জানতে ইচ্চে হয়। যদিও এই তত্ত্বটিকেই আমি পুরোপুরি গ্রহণ কচ্চি নে, আমি শুধু ততোটুকুই সমর্থন কচ্চি যতটুকু ইসলামের সাথে মিলে যাচ্চে। যেমন, একাধিক মহাবিশ্ব- ইসলামানুযায়ীও সাতটি মহাবিশ্ব(আকাশমন্ডলী) আচে। তাছাড়াও এই তত্বমতে, মৃত্যু পরবর্তীকালেও #অসীম পর্যায়কাল কোন জীবের অস্তিত্ব সম্ভব!! https://facebook/bashbabawretched
Posted on: Sun, 01 Sep 2013 03:35:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015