বলতে গেলে আমি সারাদিনই - TopicsExpress



          

বলতে গেলে আমি সারাদিনই ফেইসবুকে থাকি । ফেইসবুকে কোন কারণ ছাড়াও টাইম পাস করি । এটা ওটা ঘাটাঘাটি করতে করতে একটা ফরেইন একাউন্ট পেলাম যে কিনা সারাদিন তার বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ছবি ফেইসবুকে আপলোড করে !!! নামটা দেইখা তো মনে হল এমেরিকান অথবা ব্রিটশ হবে হয়ত । কিন্তু তার হোমটাউন দেখলাম মিলান আর কারেন্ট সিটি দেয়া আছে বার্সেলোনা !! যাহোক, তার ঐসব অঙ্গপ্রত্যঙ্গের ছবি আপলোড দেয়া দেইখা আমি খাঁটি বাংলায় গালিগালাজ দিয়া একটা মেসেজ পাঠায়া দিলাম ! ভাবছিলাম ঐ মেয়ে ব্যপারটা বুঝবে না । কিন্তু ওম্মা, একটু পরে সেও বাংলায় একটা মেসেজ দিছে, আমি আমার ****এর ছবি আপলোড দিছি, এইটা আমার ইচ্ছা । তোর বাপের কি ? আমি একটু অবাক হয়ে আরেকটা মেসেজ দিলাম , ছোরি, স্পেইনের আফা আমি বোঝতে পারি নায় যে আপনে বাংলা বোঝেন !! পয়েন্ট টু বি নোটেট , আজকাল ফরেইনাররা বাংলা বোঝে ! ভেরী উইয়ার্ড ঘটনা !!!
Posted on: Sun, 01 Dec 2013 06:23:19 +0000

Trending Topics



/div>
t:30px;">
Have a great monday. For me not only great but awesome.Now we
>>>YOUR MARKETING PROBLEM IS CLOSER THAN YOU THINK,>>> SO IS THE
On the first day of their marriage, wife and husband decided and
On the subject of:- Ryanair:- A Few Thoughts:- Mr O’Leary is,

Recently Viewed Topics




© 2015