বস অব দ্য বস!!! মেজর - TopicsExpress



          

বস অব দ্য বস!!! মেজর জেনারেল (অবঃ) রাহাত খানের বেশ কিছু ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আছে। √ ইজিপশিয়ান কটনের দামী শার্ট উনার বরাবরের পছন্দ। √ সবসময়ই দামী টাই ও স্যুট পড়েন। √ ব্রিটিশ কায়দায় টাইয়ের নট বাধা তার একটা অনন্য বৈশিষ্ট্য। সম্ভবত ব্রিটিশ সেনাবাহিনীতে থাকার ফলে তার এই অভ্যাসের সৃষ্টি হয়েছে। √ তার আরেকটি পছন্দ হল সুগন্ধিযুক্ত কড়া তামাক ও চুরুট। যা তার অভিজাত রুচিশীলতার পরিচয় দেয়। √ তিনি খুব কম কথা বলেন এবং বেশী কথা বলাটাও পছন্দ করেন না। উনার কাছের লোকজন তার হাতের ইশারা ও মুখের ভাব দেখেই নিজের করণীয় বুঝে নেয়। √ টেনশনের সময় কপালের বাম পাশের শিরা দপদপ করতে থাকে। এই সময় তিনি চুরুট বা পাইপ না ধরিয়েই বা নিভে গেলেও টানতে থাকেন! (চলবে..........) ..........GS..........
Posted on: Sun, 30 Jun 2013 05:00:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015