বস্তুবাদের একটা শাখা - TopicsExpress



          

বস্তুবাদের একটা শাখা গোত্রবাদ। তাওহীদ রেছালাত ভিত্তিক জীবনচেতনার বিপরীত জীবনচেতনা গোত্রবাদ। আইয়ামে জাহেলিয়াতের একটা জঘন্য বিষাক্ত অনাচার গোত্রবাদ। ১৯৩২ সালের ২৩শে সেপ্টেম্বর ঈমানের প্রকাশস্থল পবিত্র আরবভূমিতে ঈমানের বিপরীতে কলেমার বিপরীতে ঘৃণ্য সৌদি গোত্রবাদী সরকার কায়েম করা হয়। বদর ওহোদ কারবালার শিক্ষার বিপরীতে সমগ্র আরবভূমিকে এরা গোত্রবাদী রাষ্ট্রে পরিণত করে সৌদী আরব নাম দেয় অবৈধভাবে। গোত্রবাদী রাজতন্ত্র কায়েম করে এরা কলেমার চেতনা নস্যাৎ করে মানুষের মৌলিক অধিকার বাক স্বাধীনতা নাগরিক ক্ষমতা ভোটাধিকার সব হরণ করে ফেরাউনের মত ত্রাসের রাজত্ব কায়েম করে। ইসলামের মহামূল্যবান নিদর্শন মহান সাহাবায়ে কেরামের পবিত্র মাজার শরীফ সমূহ ভেঙ্গে ফেলে। মুক্তির দ্বীন ইসলামকে সব দিক থেকে বিকৃত করে ঈমানের বিপরীতে ওহাবীবাদ নামক এক বর্বর কুফরী শয়তানী মতবাদ চালু করে বাধ্যতামূলকভাবে। মুক্ত চিন্তা ও সত্যের প্রকাশ নিষিদ্ধ করে জীবনের বিকাশ এরা রুদ্ধ করে দেয়। ঈমান ধ্বংস করার জন্য রেছালাত কেন্দ্রিক জীবনচেতনার বিপরীতে গোত্রবাদী অনাচার কায়েম রাখার জন্য এরা ইসলামের আধ্যাত্মিক মানবিক রাজনৈতিক সব দিক অস্বীকার করে এবং রেছালাতের সিফাত অস্বীকারের মাধ্যমে কৌশলে রেছালাত অস্বীকার করে মানুষকে তাওহীদ থেকে বিচ্ছিন্ন করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। অর্থের বিনিময়ে এরা বিশ্বব্যাপী আলেমের বেশধারী এজেন্ট তৈরি করে ঘৃন্য ওহাবীবাদকেই ইসলাম হিসেবে চালিয়ে দেয়ার অপচেষ্টার মাধ্যমে প্রকৃত ইসলামকে উৎখাত ও বিলুপ্ত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। -" ইমাম হায়াত আলাইহে রাহমা " ছুন্নী আন্দোলন,বাংলাদেশ। World Sunni Movement.
Posted on: Wed, 25 Sep 2013 04:43:55 +0000

Trending Topics




© 2015