বুকের মধ্যে এক মস্ত বড় - TopicsExpress



          

বুকের মধ্যে এক মস্ত বড় মোচড় মেরে উঠে , যখন দেখি একঝাক ছোটছোট নিষ্পাপ মাদ্রাসা ছাত্রকে সারিবেধে জোর করে মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে !!! এটা কি অমানবিক নয় ? ধর্মীয় স্বাধীনতা ভোগ করার অধিকার সবারই আছে কিন্তু তা জোর করে নয় । তোমরা কি আমাকে দেখনা !! আমি মুসলিম হলেও হিন্দু , বোদ্ধ, খ্রিষ্টান সকলের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেই। তাদের সাথে গানের তালে নাচি। এটাকেই বলে ধর্মনিরপক্ষতা।
Posted on: Tue, 05 Nov 2013 06:55:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015