বুটেক্সিয়ান দের - TopicsExpress



          

বুটেক্সিয়ান দের বলছি...... আসছে ২২ তারিখ তো আমাদের ভার্সিটি ডে,আপনার প্রোফাইল পিক এ বুটেক্সের লগো দিয়েছেন তো?আরে,না দিলে এখনি দিয়ে দেন।আপনি জানেন না,গত বছর থেকে আমাদের ভার্সিটি ডে ভারচুয়ালি পালিত হচ্ছে??২২ ডিসেম্বর আসলে আমরা প্রোফাইল পিক পাল্টিয়ে ভার্সিটি ডে পালন করি,ইনশাল্লাহ সামনেও তাই করতে হবে। আসলে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের উচিত বুটেক্স কে দেখে শেখা।তারা প্রতি বছর হুদাই এত টাকা খরচ করে কেক কেটে, আনন্দ মিছিল,র‍্যালি,কন্সার্ট করে ভার্সিটি ডে পালন করে।এর চেয়ে প্রোফাইল পিক এ নিজ ভার্সিটির লগো লাগিয়ে আর স্ট্যাটাসে শুভ জন্মদিনবলে দিনটা পালন করাই কি সাশ্রয়ী আর আনন্দদায়ক না?? এর অগুনিত সুবিধাগুলোর মধ্যে একটা আপনাদের বলি।অন্যান্য ভার্সিটি গুলো আনন্দমিছিল,র‍্যালি,কন্সার্ট করে খুব বেশি হলে দেখের কয়েকটা হাবিজাবি পত্রিকায় নিজেদের প্রতিষ্ঠানের নাম তুলতে পারে,দেশের কিছু মানুষের কাছে নিজেদের তুলে ধরতে পারে আর প্রোফাইল পিক পাল্টিয়ে ভার্সিটি ডে পালন করলে সারা দুনিয়া+ মার্ক জুকারবারগ জানতে পারবে যে আজ অমুক ভার্সিটির প্রতিষ্ঠা বার্ষিকী।আর নতুন ভার্সিটি হিসেবে বুটেক্সর এমন প্রচারনাই দরকার। পারলে এই স্ট্যাটাসটা share করে সকলকে ভার্সিটি ডে পালনের এই নতুন পদ্ধতিটা জানিয়ে দিন। :) Status credit: Shopnil Mamun bhaia
Posted on: Sun, 21 Dec 2014 10:50:17 +0000

Trending Topics



"stbody" style="min-height:30px;">
The lone-wolf, as theyre calling him, that brought panic to

Recently Viewed Topics




© 2015