বৃষ্টি থামার শেষে সকাল - TopicsExpress



          

বৃষ্টি থামার শেষে সকাল থেকে মেজাজটা খিঁচড়ে আছে রোমেনের। এমনিতেই অফিসের তাড়া- তারপর আবার নিজের হাতে নাশতা বানিয়ে, খেয়ে অফিসে যাওয়া। বিরক্তমুখে হাতে কফির মগ নিয়ে অফিসের ব্যাগ গোছাচ্ছিল ও। হঠাৎ ফোনটা বেজে ওঠে ওর। হন্তদন্ত হয়ে ফোন রিসিভ করতেই শুনতে পায় এক মহিলার গলা। -বাবা, আমি শোভার ফুফু। শোভার অবস্থা তো খারাপ। একটু আসতে পারবা? -কেন? খুব খারাপ কিছু..? -তুমি এসো বাবা...!! দুনিয়াটা মাথার ওপর টলে ওঠে রোমেনের। এখন কী করব। খুলনা পৌঁছাতে ৭-৮ ঘণ্টা তো লাগবেই। গাবতলী থেকে বাসের টিকেট কিনে অপেক্ষা করতে থাকে ও। চোখের কোণে পানি বারবার চলে আসে এক অজানা আশংকায়। বছর দেড়েকের সংসার ওদের। দুই বছরের প্রেম। শোভার সাথে দেখা হয় বন্ধুর ভাতিজির জন্মদিনে। প্রথম দেখাতেই প্রেমে পড়ে রোমেন। অনেক চেষ্টা-তদ্বির করে শোভা পর্যন্ত পৌঁছান- তাকে ভালবাসার কথা জানানো- অবশেষে শোভার রাজী হওয়া। রোমেনের বাবার একান্ত ইচ্ছা ছিল, তার বন্ধুর মেয়ের সাথেই বিয়ে হবে রোমেনের। তার অমতেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলে রোমেন। অনেক কাঠখড় পুড়িয়ে তাদের বিয়েটা হয়ে যায়। ছোট একটা বাসা- রোমেনের প্রাইভেট ফার্মে চাকরি আর সবকিছু নিয়ে ভালই কেটে যাচ্ছিল তাদের দিন। এর মধ্যে আবার শোভার মনে সন্দেহ দানা বাঁধে। কেমন যেন- মনে হতে থাকে রোমেনকে হারাবে সে। রোমেন এখন আর তাকে আগের মত ভালবাসে না। এই সন্দেহ আরো প্রকট হয়- যখন রোমেনের শার্টে মেয়েদের চুল পায় শোভা। শত বোঝানোর চেষ্টা করেও কাজ হয়না। -এটা তো বাস থেকেও লাগতে পারে।" রোমেন বলে। -ওহ্ আচ্ছা। বাসে বসে মেয়েরা তো তোমার কাঁধে মাথা রেখে ঘুমায়- তাই না? -সামান্য একটা চুল নিয়ে এমন ছোটলোকি করার কী আছে..!!! -আমি ছোটলোক?!! তুমি প্রতারক। আমায় বিয়ে করে এখন অন্যদের সাথে.... নিতান্ত অনিচ্ছায় "ঠাশ" করে শোভার গালে একটা চড় মারে রোমেন। তারপর, শোভা রাগ করে বাপের বাড়ি চলে যায়। রোমেন বারবার মনে মনে ওকে ভাবে ওকে ফিরিয়ে আনবে। আবার ভাবে, থাক কিছুদিন। নিজের ভুল বুঝুক। কিন্তু, আজ আর মন মানছেনা রোমেনের। মাঝে একবার শুনেছিল, দুঃখে অভিমানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে শোভা। পরিস্থিতির অবনতি এতই যে শেষ পর্যন্ত হাসপাতালে যেতে হল তাকে। যথাসময়ে হাসপাতালে পৌঁছেই শোভার কেবিনে গিয়ে দাঁড়ায় সে। সেই চিরচেনা শোভা আজ দুর্বল। চেহারায় সেই জ্যোতি আর নেই। চেয়ারে বসে শোভার হাত হাতে নেয় রোমেন। শোভা হাত সরিয়ে নিতে চাইলেও ছাড়েনা ও। -আমার সাথে কথা বলবা না? -না...!! তুমি খারাপ। -ক্যান? -আমারে এতদিন নিতে আসোনি কেন?" চিৎকার করে কেঁদে দুর্বল হাতে রোমেনের বুকে কিল মারে শোভা। আলতো করে তাকে বুকে জড়িয়ে ধরে রোমেন। শোভা ওর বুকে মুখ রেখে কেঁদে যায়। কাঁদুক, সব কালো ধুঁয়ে যাক কান্নাবৃষ্টি দিয়ে। আবার ভালবাসার রোদ ফিরুক বৃষ্টি থামার শেষে। লিখেছেন-R Alam Emon
Posted on: Thu, 26 Sep 2013 16:30:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015