বৃষ্টি ভেজা রাস্তায় - TopicsExpress



          

বৃষ্টি ভেজা রাস্তায় সেদিন আর এদিন ।পার্থক্য নেসক্যাফেতে রাইফেলসের সেদিনের কলেজে পড়া কঁচিকাঁচার দল আজ শেকড় ছড়িয়ে বৃক্ষ । সেদিন সিগারেটে টান দিতো লুকিয়ে আর আজ চোখের সামনে । সেদিন কাঁধে থাকতো কলেজের বোঝা আর আজ আছে জীবনের বোঝা । Anindya Roy এর দাঁতের মাঝের ফাঁকটা বড় হয়েছে কারন দাঁতটাই পড়ে গেছে ! Ikfat Rahman Tonmoy এর ভুড়িটা বেড়েছে ।আর Mizanur Rahman রাশিয়ার পথে এক পা বাড়িয়ে রেখেছে ! Khandakar Shah Imran আজ কর্পোরেট বেঁড়াজালে । তবুও , কিছুকিছু ব্যপার বদলায়নি । বন্ধুত্ব রয়ে গেছে অমলিন । এর মাঝেও ব্যতিক্রম নেই যে তা না । অনেকের দেখা করার সময় হয়নি । তবে আজকে ফিরে গেছিলাম সেই ভেজা পথে । পুরোনো রাস্তায় অক্ষত কিছু স্মৃতির হাত ধরে । দিনশেষে আজকের মুহুর্তগুলোও স্মৃতি হয়ে গেলো । স্মৃতি ভালো থেকো ।।
Posted on: Sun, 11 Aug 2013 16:21:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015