ব্যাপুক মজা লাগতাছে - TopicsExpress



          

ব্যাপুক মজা লাগতাছে একজনের সাথে POKE ,POKE খেলতে । আমায় টানা একমাস ধরে পোক করেই যাচ্ছে ওনার সাথে লিয়াজুটা কেমন যেন হয়ে গেছে ওনাকে POKE back না দিলে ভাল লাগে না। প্লিজ আমাকে follow না করে ফ্রেন্ড রিকুয়েষ্ট টা একসেপ্ট করেন । আপনাকে নিয়ে ব্যাপক প্যারায় আছি।কি মজা পান আপনি আমায় পোক করে ,আমি তো কোন মজা পাই না। মসাই মজা করবেন যদি ইনবক্সে আসেন নটি তে আর কিছু না পাইলে ও আপনার পোক টা একমাস ধরে কখনোই মিসিং হয়না। এইমাএ তো পোক করা শুরু করলেন আশা করি স্টেটাসটা দেখার পর আর এই বাজে কাজটা করবেন না। আমি তো কাউকে বল্ক মারতে পারি না তাই প্যারা পোহাতে হয়। ফিলিং পোকার. . .
Posted on: Sat, 31 Aug 2013 09:30:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015