ব্যারিস্টার আবদুর - TopicsExpress



          

ব্যারিস্টার আবদুর রাজ্জাক তার আর্গুমেন্টে আরো বলেন, মুজাহিদ সাহেব কখনো আল বদর নেতা বা কমান্ডার ছিলেন না, এর বড় প্রমাণ দিয়েছেন এই মামলার তদন্ত কর্মকর্তা নিজেই। কেননা মুজাহিদের বিরুদ্ধে এই মামলায় যতগুলো অভিযোগ আনা হয়েছে তার প্রত্যেকটির ওপর পৃথকভাবে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছেন এই মামলার তদন্ত কর্মকর্তা। আর তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতেই আনীত অভিযোগের ওপর এখন এই মামলার বিচার কাজ চলছে। কিন্তু এই তদন্ত কর্মকর্তা (আবদুর রাজ্জাক খান) নিজেই ট্রাইব্যুনালে জেরার জবাবে খুবই স্পষ্ট করে বলেছেন এই মামলার পুরো তদন্তকালে রাজাকার, আল বদর, আল শামস বা শান্তি কমিটির কোনো তালিকাতেই মুজাহিদের নাম ছিল না বা পাওয়া যায়নি। এছাড়া অন্য এক প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা আরো স্বীকার করেছেন যে মুজাহিদ রাজাকার বা আল বদর ছিলেন না। তাহলে এখানেই প্রমাণ হয় মুজাহিদের বিরুদ্ধে আনা ‘আল বদর কমান্ডার’ এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। এই অভিযোগের কোনই সত্যতা নেই। ব্যারিস্টার রাজ্জাক আরও বলেন, ১৯৭১ সালের ১১ ডিসেম্বর দৈনিক আজাদ পত্রিকাতে একটি ছবি ডকুমেন্ট হিসাবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন পক্ষ। কিন্তু ঐ ছবিতেও মুজাহিদের নাম নেই। তবে ঐ ছবির ক্যাপশানে লেখা আছে শুধু মুজাহিদী। যদিও এটা আজকের এই মামলার আসামীর নাম নয়। কাজেই এর সাথে আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কোনভাবেই সম্পৃক্ত করার কোন সুযোগ নেই। এছাড়া প্রকিউশনের অন্য একটি ডকুমেন্ট ‘আল বদর’ বইটিতে কোথাও মুজাহিদের নাম নেই। এক জায়গায় শুধু নাজেম শব্দটি লেখা আছে। কিন্তু এই নাজেম শব্দ দ্বারা মুজাহিদকে চিহিৃত করার কোন সুযোগ নেই। কেননা এই বইটির অনেক স্থানে নির্দিষ্টভাবে আল বদর নেতাদের নাম উল্লেখ করা আছে। কাজেই মুজাহিদ যদি আল বদর নেতা কোন সদস্য হতেনই তাহলে নিশ্চয় মুজাহিদের নামটিও সেখানে উল্লেখ থাকতো। মুজাহিদকে আল বদর কমান্ডার হিসাবে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। কিন্তু যেখানে আল বদর বইটিই লেখা হয়েছে আল বদরদের কর্মকা- নিয়ে সেখানে কমান্ডার হিসেবে মুজাহিদের নাম থাকবে না এটা কিভাবে সম্ভব? কাজেই মুজাহিদ যে আল বদর সদস্য বা কমান্ডার ছিলেন না এটাই প্রতিষ্ঠিত সত্য। প্রসিকিউশনের আনিত অভিযোগ এখানে সম্পূর্ণভাবে অসত্য হিসাবেই প্রমাণিত হয়েছে। ৩০ মে ২০১৩
Posted on: Wed, 17 Jul 2013 02:08:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015