#ব্যক্তিগত_পোস্ট বিকাল - TopicsExpress



          

#ব্যক্তিগত_পোস্ট বিকাল বেলা গান শুনছিলাম। আমার Play list এ সওওওওব রকম ভালো গান আছে। Dead metal থেকে শুরু করে ইন্ডিয়ান, বাংলা সফট সওওব। আনমনে কয়েকটা ট্রাক শুনার পর একটা "রোমান্টিক গান" শুরু হল। রোমান্টিক গান আমার ভালোই লাগে, কিন্তু আমি কোন কালেও ক টানা কোন রোমান্টিক গান শুনিনি. . . ছোটবেলায় শুনতাম না, কেন জানি লজ্জা লজ্জা লাগতো. . . বড় হয়ে শুনিনা, কেন জানি নিজেকে এর যোগ্য বলে মনেহয় না. . .খুব Uncomfort লাগে। Song change. . . এবার আসলো একটা ছ্যাকা খাওয়া গান। এগুলোও ভালোই। তাও শুনিনা। ও কাম অন ডুড! এট লিস্ট লাইফ টা এতো খারাপ ও না! :-) এরকম ধুঁকে ধুঁকে লাইফের টাইম ওয়েস্ট করার মানে আছে? Song change. . . এবার আসলো একটা DEAD METAL গান। আমি বরাবরই এর ফ্যান. . .:-) এর মধ্যে লুতুপুতু প্রেম নাই, আবার, ছ্যাকা খাওয়া টাইপ কথাও নাই. . . আছে অফুরন্ত এনার্জি. . .আর, লাইফের সব বাধাকে ফেইস করার ইন্সপাইরেশন Volium বাড়ালাম. . . আসলে, এটা বলছি না যে প্রেম করা খারপ কাজ , অথবা প্রেম করার দরকার নেই. . . . .আসলে, সবাই সব পারেনা। শুধুমাত্র তাকেই প্রেম করা মানায় যে এর যোগ্য. . . আমি যোগ্য নই। এবং, এর জন্য আমার বিন্দুমাত্র আক্ষেপ অথবা আফসোস নেই. . . . . সত্যি!!! :-) তাই আমি Metal fan. . .:-) এখানে আমাকে মানায়। :-)
Posted on: Sat, 14 Sep 2013 13:18:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015