ব্রেকিং ! ব্রেকিং ! - TopicsExpress



          

ব্রেকিং ! ব্রেকিং ! ব্রেকিং ! ---------------------- আওয়ামী হাইজ্যাকার লীগের থেকে সাবধান ================== আমাদের কাছে এইমাত্র খবর আসলো যে অবরোধের স্বতঃস্ফূর্তটার সুযোগ নিয়ে নতুন চাল চেলেছে আওয়ামী লীগের সন্ত্রাসী হাইজ্যাকারেরা। তারা অবরোধকারীদের নাম করে ছিনতাই চালাচ্ছে বিভিন্ন যানবাহনে। ফেনী জেলাতে ইতিমধ্যে এই ঘটনার খবর পাওয়া গেছে। এতে সহায়তা দিচ্ছে বাকশালী পুলিশও। তাদের উদ্দেশ্য সাধারন মানুষের মনে অবরোধ সম্পর্কে বিরূপ ধারনা দেওয়া। আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই আমাদের অবরোধ সম্পূর্ণ জনগণের দাবিকে বুকে নিয়ে। আমাদের কোনও কর্মী এই ধরনের কর্মকাণ্ড করতে পারেনা। এইরুপ যারা করবে তাদেরকে গণধোলাই দিতে কেউ দ্বিধা করবেননা। আওয়ামী লীগের এই নোংরামির কথা সবাইকে শেয়ার করে জানিয়ে দিন ও সতর্ক করুন। -ইনবক্স থেকে আর.কে সহ অনেকে
Posted on: Wed, 27 Nov 2013 15:35:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015