ব্রেকিং! ব্রেকিং! - TopicsExpress



          

ব্রেকিং! ব্রেকিং! ব্রেকিং! রাতভর বৈঠকের পর বৈঠক বসে "আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)" -কর্তৃপক্ষ সাধারণ ছাত্রদের ডাকা ১৩ দফা দাবী বাস্তবায়নের প্রেক্ষিতে টানা দুইদিন ক্লাস বর্জন ও অবরোধের ফলস্বরূপ গৃহীত কার্যকরী পদক্ষেপ নিয়েছে। টানা দুইদিনের অচলাবস্থার অবসান ঘঁটিয়ে কতৃপক্ষের এই কার্যকরী সিদ্ধান্তে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সাধারণ ছাত্র পরিষদ। তারা বলেছে কর্তৃপক্ষের এই ঘোষণায় এটাই প্রমাণিত হলো, প্রত্যেক দাবী বাস্তবায়নের পেছনে আন্দোলন অনস্বীকার্য। ছাত্রদের দাবী মোতাবেক কর্তৃপক্ষ যেসব সিদ্ধান্ত নিয়েছে তা আগামীকাল (৩০.০৯.১৩ তারিখ রোজ সোমবার) উপস্থিত ঘোষণা ও লিখিত নোটিসের মাধ্যমে সকল ক্যাম্পাসে জানিয়ে দেয়া হবে। ১৩ দফা দাবী বাস্তবায়নে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের মধ্যে যেমন রয়েছে- →Library Establishment ফী বাবদ ১৫০০ টাকা বাতিল; →স্থায়ী ক্যাম্পাসে অফিশিয়াল কার্যক্রম চালুকরণ; →প্রতি ক্রেডিট ১০০ টাকা বাবদ ফী বাতিল (নবাগতদের জন্য প্রযোজ্য নয় কারণ তাদের এডমিশন হ্যান্ডবুকেএই শর্ত উল্লেখ আছে যা ভর্তির সময় জানানো হয়েছিল); →গাড়ীভাড়া কমিয়ে পূর্বের অবস্থায় আনায়ন; →দুই-এক দিনের মধ্যে আবাসিক হলের জন্য একটি এ্যাম্বুলেন্স নিশ্চিতকরণ; →ছাত্রদের সহিত আশানুরুপ ভালো ব্যবহার প্রদানে অফিস কর্মকর্তা ও কর্মচারীদের অবিলম্বে প্রশিক্ষণ প্রদান; →প্রত্যেক ছাত্রের জন্য বাসের সীট নিশ্চিতকরণে নতুন বা বাড়তি বাস সংযোজন, →কুমিরা ও সীতাকুন্ড রুটে একটি বাস বাড়িয়ে দুটি বাস চালুকরণ; →নিহত মেধাবি ছাত্র নুরুন্নবী রুবেলের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ হস্তান্তরকরণ; →সকল প্রকার বৃত্তিসেবা নোটিসের মাধ্যমে যথাসময়ে প্রকাশকরণ; →ডাইনিং এ পর্যাপ্ত সুবিধা নিশ্চিতকরণ; →এবং বিবিএ ও সায়েন্স ফ্যাকাল্টিতে দুটি নতুন ক্যান্টিন প্রতিস্থাপণ।। Saeed Hossain Chowdhury Collected from - IIUC Confession * we are not confirm......lets see whats going on... - Admin of International Islamic University Chittagong - IIUC -
Posted on: Sun, 29 Sep 2013 19:18:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015