ব্রিটিশ পার্লামেন্টে - TopicsExpress



          

ব্রিটিশ পার্লামেন্টে পর্নোগ্রাফি! সিলেটবার্তা ডেস্ক: "হাটে হাঁড়ি ভাঙ্গা" প্রবাদটির সার্থক উদাহরণ দেখিয়ে দিলো লন্ডনের বিখ্যাত নিউজ পোর্টাল হাফিংটন পোস্ট। ফ্রিডম অফ ইনফর্মেশন (FOI) -এর বরাত দিয়ে নিউজ পোর্টালটি সম্প্রতি জানায়, গত এক বছরে ব্রিটেনের পার্লামেন্ট থেকে পর্নোগ্রাফি সাইটে তিন লক্ষেরও বেশী বার হিট করা হয়েছে! ব্রিটিশ এমপি ও পার্লামেন্ট স্টাফেরা মিলে এই সম্মিলিত "অঘটন"টি ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হাউজ অফ কমনস কর্তৃপক্ষও এর সত্যতা নিশ্চিত করেছে। তারা পার্লামেন্টের নেটওয়ার্ক সার্ভার চেক করে জানায়, মে ২০১২ থেকে জুলাই ২০১৩ পরযন্ত উভয় দলের এমপি এবং সেখানকার স্টাফরা তিন লক্ষের বেশী বার পর্নোগ্রাফি ওয়েব সাইটে ঢুকেছেন বা ঢোকার চেষ্টা... sylhetbarta/newsdetail/detail/41/11181
Posted on: Sun, 08 Sep 2013 05:20:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015