ব্লেকিং নিউজ :: মেয়ের হাতে - TopicsExpress



          

ব্লেকিং নিউজ :: মেয়ের হাতে মা আহত । . . আজ বিকেল ৫ ঘটিকার সময় আমার নানুর বাসায়, নিজের মেয়ের হাতে চরমভাবে আহত হয় আমার ছোট মামি Mrs Tania Alam । ঘটনা সুত্রে জানা যায় , একটা ছুরি নিয়ে খেলতে খেলতে আমার ছোট মামির মেয়ে { RAYA} খেলার ছলে মায়ের পায়ে ছুরি মেরে দেয় । এতে মামির পা অনেকটা কেটে যায় । পরে তাকে ড্রেসিং করে দেওয়া হয় । এখন তিনি কিছুটা ভাল অনুভব করছেন । . . শিক্ষা ::: আসলে ছোট বাচ্ছাদের দিকে সবসময় খেয়াল রাখতে হয় । অবাঞ্চিত কোন কিছুই শিশুদের খেলনা হিসেবে দেওয়া উচিত্‍ নয় । শিশুদের ক্ষেত্রে সবসময় সাবধানতা অবলম্বন করা উচিত্‍ ।
Posted on: Sun, 15 Sep 2013 17:20:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015