ব্লেফেরাইটিস ( Blepheritis - TopicsExpress



          

ব্লেফেরাইটিস ( Blepheritis ) ----------------------------- এটি একটি চোখের ( Eye Lid ) পাতার রোগ । এই রোগটি বুঝতে হলে চোখের ( Eye Lid ) পাতা সম্পর্কে আমাদের কিছু ধারনা রাখতে হবে । চোখের ( Eye Lid ) পাতার কি কাজ ? ৄ বাইরের যেকোন Unusual পরিবেশ থেকে চোখকে সুরক্ষা করা। যেমন - ধূলা ,বালি ,ময়লা ,পোকা ইত্যাদি থেকে । ৄ তীব্র আলো থেকে চোখকে নিয়ন্ত্রণ করা । ৄ Tear Film তৈরী ও তাকে Blinking ( মিটমিট ) করে Homgenously চোখের সবচেয়ে স্বচ্ছ চক্চকে অংশ Cornea র উপর বিছিয়ে দেয়া । ৄ ভিজা রেখে চোখটাকে Comfortable অবস্থায় রাখা । চোখের ( Eye Lid ) পাতায় কি আছে ? এটাতে নরম মাংস ও Tarsal plate ছাড়াও আছে Lid Marginএ চুল ( Eye Lash ) , আর আছে কিছু গুরুত্বপূর্ণ Gland . যেমন - Moll Gland , Zeis Gland . এই Gland থেকে নিয়মিত ভাবে বের হয় ঘাম ও Oily রস ( Secretion ) . Oily রস বের হয়ে তা চোখের চুলের ( Eye Lash ) গুড়া ( Base ) দিয়ে চুয়ে চোখে আসে । চোখের ( Eye Lid )পাতার আরেকটি গুরুত্বপূর্ণ Structure হলো Meibomian Gland . এটা থেকেও Oily রস বের হয়। Glandএর মুখটি থাকে ( Orifice-Opening ) চোখের চুলের ( Eye Lash ) গুড়ার ( Base )খুবই কাছে । এই Gland থেকে যে Oily রস বের হয় তা ঐ মুখ (Orifice ) দিয়ে চুয়ে একই ভাবে চোখে আসে । সবই হলো Tear Film তৈরীর উপাদান । ( Black & White ফটোটি দয়া করে লক্ষ করবেন ) ব্লেফেরাইটিস ( Blepheritis ) রোগের কারনে Eye lid Margin ক্ষতিগ্রস্ত হয়ে পরে। Gland এর Opening গুলিও ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যায় । এর ফলে , ঐ Gland থেকে Oily রস আর চোখে আসতে পারেনা । তখন Gland এর ভিতরে, Gland এর নলের ( Duct ) ভিতরে তা জমতে শুরু করে। Eye Lid এর Gland সংলগ্ন অংশ আস্তে আস্তে ফুলতে থাকে । অনেক সময় দ্রুত ফুলে যায়, ব্যাথা আসে।অনেক সময় ব্যাথা থাকে না। এই ভাবে চোখের পাতায় দেখা দেয় গুটা । Oily রস এর ঘাটতি দেখা দিলে Tear Film গঠন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়ে পরে । তাই , চোখের স্বাস্থ্য রক্ষায় শুধু Eye lid নয় , Eye lid Marginও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।। পরের লেখায় এই রোগের লক্ষন ও কারন বর্ননা করার চেষ্টা করব । ডাঃ কে.আর. ইসলাম , ময়মনসিংহ ১০ ই অগ্রহায়ন ১৪২১ () বিঃদ্রঃ- যদি মনে করেন এই লেখাটি ব্যাক্তির স্ব্যাস্থ সচেতনতায় কাজে লাগতে পারে তাহলে দয়া করে Share করবেন ।
Posted on: Mon, 24 Nov 2014 11:37:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015