ভাই আপনারা এগিয়ে যান, - TopicsExpress



          

ভাই আপনারা এগিয়ে যান, এগিয়ে যান, আমার কথা চিন্তা করবেননা!!! আজকে নোয়াখালীর চাটখিলে যখন ছাত্রলীগ-পুলিশ আমাদের উপর বৃষ্টিরমত গুলি চালাচ্ছিল, ঠিক তখন আমরা শিবিরের কয়েকজন ভাই গুলির জবাবে রাস্তার পাশে দোকানের আড়ালে এবং রাস্তার মাঝখানে স্টীলের বেঞ্চ দিয়ে দেয়াল তৈরী করে হটাত্ হটাত্ মাথা উঁচিয়ে পুলিশ এবং ছাত্রলীগের দিকে ইট-পাটকেল ছুড়ছিলাম, পুলিশ/ছাত্রলীগ অস্র তাক করে টার্গেট করে রেখেছিল, আমার এলাকার এক ভাই শিবিরের সাথী মাহমুদুল হোসাইন ভাই বেঞ্চের পিছন থেকে হাতে ইট নিয়ে মাথা তুলে দাড়িয়েছিল ঠিক তখনি বাতেলের বুলেট এসে হুসাইন ভাইয়ের বুক ছিদ্র করে পিট দিয়ে বের হয়ে যায়, সাথে সাথে হুসাইন ভাই এক হাতে নাক এবং আরেক হাতে বুক টিপে ধরে হাঁপাতে হাঁপাতে পিছন দিকে দৌড়ে কিছুদূর এসেই পড়ে গেল, কয়েকজন ভাই এসে তাকে ধরলো আর সে কষ্ট করে বলছিল, আপনারা এগিয়ে যান এগিয়ে যান, আমার জন্য চিন্তা করবেননা একথা বলতেই সে অজ্ঞান হয়ে গেছে, তার পিট আর বুকের ছিদ্র দিয়ে অনবরত রক্ত ঝরছিল, এক দিকে টিয়ার গ্যাস ঝাঁজ, অন্যদিক আবেগে কান্নায় ভেঙে পড়লাম আমরা সবাই, উত্তাল আবেগ নিয়ে আমরা কয়েকজন আবার চলে গেলাম লড়াইয়ে। হুসাইন ভাই বলছে ভাই আপনারা এগিয়ে যান, আমার জন্য চিন্তা করবেননা, বার বার একথা মনে পড়তেই চোখে পানি চলে আসে। ভাইটির অবস্থা আশঙ্কাজনক। সবাই দোয়া করবেন। #MK
Posted on: Tue, 29 Oct 2013 07:17:47 +0000

Trending Topics



="stbody" style="min-height:30px;">
Não tem como: Esses times sem estadio (do Rio de Janeiro), estão
Fairfax County is considering a new amendment to its noise
To child: How would you like a life where your mother doesnt yell
Petunia Pickle Bottom Carried Away Laptop
Home 2 home Quality cleaning and toiletries products in wholesale
Need To Put Your Message In Front of Thousands of Targeted

Recently Viewed Topics




© 2015