ভারত চায় বাংলাদেশেই - TopicsExpress



          

ভারত চায় বাংলাদেশেই বিশ্বকাপ হোক। তবে বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সারতে না পারলে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আংশিক বা পুরো টুর্নামেন্ট ভারতে স্থানান্তরিত হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়ার এই ঘোষণায় দেশের ক্রীড়াঙ্গনে ঝড় বইতে শুরু করেছে। এজন্য শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এনএসসি বিশ্বকাপ নিয়ে কী ভাবছে, আর কী করতে চাইছে বৈঠকে তা জানতে চাইবে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। লন্ডন থেকে ফিরে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছিলেন, “সেপ্টেম্বরের মধ্যে ভেন্যু সংস্কার-কাজ সম্পন্ন করতে হবে বাংলাদেশকে। কারণ, অক্টোবরে মাঠ পরিদর্শন শেষে সিদ্ধান্ত হবে আমাদের বিশ্বকাপ-ভাগ্যের।” তখন সবাই আশ্বস্ত হয়েছিল- হয়তো দেশেই টি-টোয়েন্টি মহারণের দামামা বাজবে। কিন্তু ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের একটি বক্তব্যে আবারো বাংলাদেশের বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়। ক্রীড়ামোদিরা ভাবতে শুরু করেন, সত্যিই কি দেশে বিশ্বকাপ হচ্ছে? শুধু টাইগার-ভক্তরা কেন, এমন আশঙ্কা খোদ বিসিবির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অ্যাডহক কমিটির সদস্য মাহবুব আনামেরও। মাহবুব বলেন, “শনিবার বিকেলে এনএসসির সঙ্গে বিসিবির বৈঠক। আমরা জানতে চাই, তারা কতটা কী করেছে, আর কী কী করবে। হাতে তো মাত্র দুই মাস সময়। ডালমিয়ার জবাব তো আমি দিতে পারি না। উনি যেমন সভাপতি, আমাদেরও তো সভাপতি আছেন। এ নিয়ে কথা বাড়িয়ে লাভ কী? ডালমিয়া তো বলেছেন, ডেডলাইনের মধ্যে কাজ শেষ করতে না পারলে ওনারা আগ্রহী। এটাই তো ঘটনা। ভুল কি বলেছেন, আমরা না পারলে অন্যের দোষ কী? এখন আপনারা এনএসসিকে প্রশ্ন করুন, তারা ডেডলাইনেরমধ্যে কাজ শেষ করবে কি না?” এনএসসি যদি দুই মাসের মধ্যে কাজ শেষ করতে না পারে তাহলে তো বিশ্বকাপ আয়োজনের সুযোগ হাতছাড়া হবে? তাহলে কি বিসিবি দায়িত্ব নেবে? জবাবে মাহবুব আনাম বলেন, “এতদিন ধরে এনএসসি কী করেছে। আমরা কী করব না করব তা এখনই বলতে চাই না। ওনারা আগে বলুক ওনারা কী করবেন। বা ওনারা পারবেন না এটা বলুক। ‘পারব না’- না শুনে আমরা কিছু বলতে চাই না। এনএসসি এতদিন ধরেকোন ঘোড়ার ঘাস কেটেছে মিডিয়া তো প্রশ্ন করছে না। ওনারা যেসব কাজ করার কথা সেগুলোতে কেন দেরি হচ্ছে? আমাদের যা বলা হয়েছে তা তো আমরা করে দিয়েছি। ওনাদের কি ফান্ড নাই, সবই তো আছে। তাহলে সমস্যাটা কী? আসলে তারা চুরি করতে চায়। কিন্তু তাদের চুরির জন্য আমরা বছর কি বছর বসে থাকব? টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সুযোগ নষ্ট হলে এর দায়িত্ব কে নেবে?” - [[khan.sayon]] -
Posted on: Sat, 06 Jul 2013 06:26:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015