ভারতের আগ্রার দেবনগরের - TopicsExpress



          

ভারতের আগ্রার দেবনগরের যে 200 মুসলমানকে বলপূর্বক হিন্দুতে ধর্মান্তরিত করা হয়েছিল। তবে তারা কেউ হিন্দু ধর্ম গ্রহণ করেন নাই। বরং প্রতারিত উগ্র হিন্দু আরএসএসের দুই শাখা বজরঙ্গ দল ও ধর্ম জাগরণ সমন্বয় বিভাগের বিরদ্ধে মামলা করেছেন ওই দিনের প্রতারণার ঘটনার শিকার মুসলমানেরা। বুধবার ধর্ম জাগরণ মঞ্চের সদস্য কিশোর বাল্মীকির বিরুদ্ধে সদর বাজার থানায় এফআইআর দায়ের করেন ধর্মান্তকরণে বাধ্য হওয়া শরিফা বেগম। তিনি বলেন, ‘আমাদের বলা হয়েছিল বিশেষ পোশাক পরতে ও পুরুষদের মাথায় খুলির টুপি পরতে বলা হয়। ধর্মান্তকরণের স্থানে পৌঁছনোর পর আমাদের হাতে ধর্মীয় সুতো বাঁধতে বলা হয়। আমাদের কপালে সিঁদূর লেপে দেয়া শুরু হয়। জোর করে যজ্ঞে অংশ নেয়ানো হয় আমাদের। আমরা প্রথমে ভেবেছিলাম এটা কোনো অনুষ্ঠান। কিন্তু পরে যখন বুঝতে পারলাম ধর্মান্তকরণ করা হচ্ছে তখন আপত্তি জানাই আমরা। অপর এক মুসলিম মুহম্মদ ইবাদুল জানান, ‘ধর্মান্তরিত হওয়ার আগে আমি মরে যেতে চাই। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আমি চাই না কেউ এই ফাঁদে পা দিক।’ বছর ৪২-এর আবদুল রহমান গাজি জানান, ১৫ দিন আগে আমাদের জানানো হয় বিপিএল কার্ড দেয়া হবে, ছবি দেয়া হবে। সেইসঙ্গেই মিলবে অন্য বিষয়ে বিশেষ ছাড়। একটা অনুষ্ঠান হবে যেখানে কিছু বিশিষ্ট মানুষ ও সংবাদমাধ্যম উপস্থিত থাকবে। তখনো বুঝিনি কী হতে চলেছে। ভারতের আগ্রার দেবনগরের যে ৩০০ মুসলমানকে বলপূর্বক হিন্দুতে ধর্মান্তরিত করার অনুষ্ঠানে হাজির ছিলেন তারা সবাই দেশভাগের সময় বাংলাদেশ থেকে এসেছিলেন। Agra: FIR against forced religious conversion The Sadar Bazaar Police, which filed the FIR, launched investigation into the case against Dharma Jagran Manch and its UP convener Kishore. The converts also participated in a yagya in which they offered ghee for the holy fire. Police registered cases under Section 153 (A) (promoting enmity between different groups) and Section 415 (using fraudulent means) of the IPC. It has been alleged in the FIR that promises were held out by the organisers which included getting BPL cards and housing plots for those who embraced Hinduism. Source - Zee news.india.
Posted on: Sat, 13 Dec 2014 11:48:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015