ভালোবাসা কোন সস্তা জিনিস - TopicsExpress



          

ভালোবাসা কোন সস্তা জিনিস না ... সপ্তাহে ২ বার ডেটে গেলে বা ১০ বার আইলাবু বললেই ভালোবাসা হয় না ... টাইমলাইনে প্রতিদিন পোস্ট করলেই ভালোবাসা প্রকাশ পায় না ... জানু, বেবি - সম্বোধন করলেই বুঝা যায় না সে আসলেই তোমাকে ভালোবাসে কিনা !! ভালোবাসতে CARE লাগে ... ভালোবাসতে SHARE লাগে !! তোমাকে যে আসলেই ভালোবাসে, সে তার দিনের প্রতিটা মূহুর্তের কথা তোমার সাথে SHARE না করে পারবে না ... তার ভেতর খচ খচ করতে থাকবে ... কথাগুলো বলার জন্য সে উশখুশ করতে থাকবে ... সবকিছু না বলা পর্যন্ত, সবকিছু না SHARE করা পর্যন্ত সে একদম শান্তি পাবে না !! তোমাকে যে আসলেই ভালোবাসে,সে তোমার দিনের প্রতিটা মূহুর্তে তোমার CARE না করে পারবে না ... সকালে ঘুম ভাঙতেই বালিশের নিচ থেকে মোবাইলটা হাতড়ে বের করে সে তোমার খোঁজ নিবে ... ক্লাসের ফাঁকে, কাজের ফাঁকে হঠাৎ তার মনে হবেঃ আচ্ছা, ও কি করতেছে এখন ?? ... দুপুরের খাবারটা মুখে তোলার আগে সে জিজ্ঞেস করবে তুমি খেয়েছো কিনা ... সে ব্যস্ততার অজুহাত দেখাবে না ... বরং সে তোমার CARE নিতেই ব্যস্ত থাকবে !! সে শুধু হাসির ইমো আর কান্নার ইমো দিবে না ... তোমাকে সত্যি সত্যি হাসাবে ... ... এবং তোমাকে সত্যি সত্যি কাঁদাবে ... এবং তারপর আলতো করে গাল থেকে অশ্রুটুকু মুছে দিবে !! ভালোবাসা খুব কঠিন না ... বরং ভালোবাসার মর্ম বুঝে - এরকম মানুষ পাওয়াটাই বড্ড বেশি কঠিন !! (collected)
Posted on: Thu, 17 Jul 2014 05:46:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015